পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে ঘটে গেল হৃদয়বিদারক এক ঘটনা। মাত্র ২৪ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন উদীয়মান পেসার আলীম খান। সোমবার বান্নুতে পিসিবি চ্যালেঞ্জ কাপের একটি ম্যাচ চলাকালে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন এই ডানহাতি ফাস্ট বোলার। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। ঘটনাটি ঘটে একটি দুই দিনের ঘরোয়া ম্যাচের সময়। মাঠে বল করছিলেন আলীম, হঠাৎ করেই মাটিতে পড়ে যান। ম্যাচে দায়িত্বে থাকা আম্পায়ার ইনামউল্লাহ খান বলেন, ‘বোলিং করার সময় হঠাৎ আলীম মাটিতে পড়ে যায়। আমরা সঙ্গে সঙ্গেই চিকিৎসা সহায়তা চাই এবং তাকে হাসপাতালে নিয়ে যাই, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সে আর বেঁচে ফিরেনি।’ পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ডিরেক্টর অব ডমেস্টিক ক্রিকেট আব্দুল্লাহ খুররম নিয়াজি এই ট্র্যাজেডিতে গভীর শোক প্রকাশ করেছেন।
ক্রিকেট
খেলা চলাকালে পাকিস্তানের পেসারের মৃত্যু
পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে ঘটে গেল হৃদয়বিদারক এক ঘটনা। মাত্র ২৪ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন উদীয়মান পেসার আলীম খান।