স্পোর্টস রিপোর্টার : গত কিছুদিন ধরেই নেতিবাচক সংবাদের শিরোনাম হতে হচ্ছে এনামুল হক বিজয়কে। ফিক্সিং সন্দেহের পর খবর রটে, এনামুলকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। পরে যদিও বিষয়টি সত্য নয় বলে এক বিবৃতিতে নিশ্চিত করেছে বিসিবি। তবে এই সময়টা যে একজন ক্রিকেটার ও তার পরিবারের জন্য কতটা অস্বস্তির সেটাই এবার জানালেন বিজয়। সেই সঙ্গে জানালেন তার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানোদের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামতে যাচ্ছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজ থেকে একটি ভিডিও দিয়েছেন বিজয়। যেখানে নিজের অবস্থান পরিষ্কার করেছেন বিপিএলে রাজশাহীর এই অধিনায়ক। সেই সঙ্গে কি পরিস্থিতির মধ্যে যেতে হচ্ছে তাকে সেটাও জানিয়েছেন বিজয়। জাতীয় দলের এই ওপেনার বলেন, ‘গত চার-পাঁচ দিনে আমার পরিবার এবং ওপর দিয়ে যা যাচ্ছে, সেটা আসলে কারওরই জানা নাই। শুধু জানা আছে আমার। আসলে বিস্তারিত অনেক কিছুই বলতে চাই। কিন্তু ওরকম পরিস্থিতিতে ছিলাম না, তাই কিছু বলা হয়নি। যখন দেখলাম বিসিবি, আমাদের অভিভাবক, তারা একটা সুন্দর বার্তা দিয়েছে সংবাদমাধ্যমে। যেটার পরেই আসলে কথা বলার একটা সুযোগ হয়েছে। আমি মনে করি সেটা কথা বলার পারফেক্ট সময়।’