সিলেট টেস্টে গ্যালারিতে ছিল দর্শকের সুনসান নীরবতা। ক্রিকেট নিয়ে শহর জুড়ে ছিল না কোনো উন্মাদনাও। এমন চিত্র দেখে ব্যথিত উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী অনিক মনে করেন, মাঠে ভালো পারফরম্যান্সই পারে দর্শক-ভক্তদের আগ্রহ ফিরিয়ে আনতে। চট্টগ্রাম টেস্টকে সামনে রেখে শনিবার সংবাদ সম্মেলনে জাকের বলেন, 'ভালো পারফরম্যান্স করা উচিত। ভালো পারফরম্যান্সের ওপর আর কিছু নেই। আমাদের সবার লক্ষ্য থাকবে ভালো পারফর্ম করা।' বাংলাদেশ ক্রিকেট অবনমনের দিকে যাচ্ছে কি না, এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, 'সিনিয়র ক্রিকেটাররা যখন দলে থাকবে না, তখন তরুণদের মানিয়ে নিতে একটু সময় লাগবে। আমার মনে হয় কয়েকদিন সময় লাগবে। তবে এটা আবারও ঠিক হয়ে যাবে।' জিম্বাবুয়ের বিপক্ষে হারকে দেশের ক্রিকেটের জন্য বিব্রতকর বললেও জাকের দায় দিয়েছেন ব্যাটিং ইউনিটের ওপর। বলেন, 'হার যেকোনো দলের বিপক্ষেই হতে পারে। তবে আমাদের প্রক্রিয়া ঠিক রাখা জরুরি। বিশেষ করে ব্যাটিং নিয়ে। ব্যাটিং ভালো না হওয়াতেই আমরা স্ট্রাগল করছি। শট নির্বাচন কেমন হওয়া উচিত, সেদিকেও নজর দিতে হবে। সবসময় তো বোলাররা ম্যাচ জেতাবে না। বেশিরভাগ ম্যাচে বোলাররা জেতায়, তবে ব্যাটিং ভালো না হলে জেতা কঠিন হয়ে যায়।' ছোট দলের বিপক্ষেও কেন বারবার ব্যর্থ হচ্ছে বাংলাদেশÑ এমন প্রশ্নের জবাবে অকপট জাকের, 'ভুল তো আমরাই করি, এজন্যই হারি। এটা খুব সাধারণ ব্যাপার। প্রথম টেস্টের ফলাফল যেহেতু আমাদের পক্ষে যায়নি, তাই ম্যাচের পর ভালো একটা আলোচনা হয়েছে। এখন ব্যাটিংয়ে উন্নতির দিকে বেশি মনোযোগ থাকবে। বেশিরভাগ ম্যাচেই ব্যাটিং ব্যর্থতার কারণেই সংগ্রাম করতে হয়।' চট্টগ্রামে পা রাখতেই ব্যাটিং ঘাটতি পুষিয়ে নিতে প্রতিজ্ঞাবদ্ধ টাইগাররা। এবার লক্ষ্য, ভুলগুলো শুধরে মাঠে ফিরিয়ে আনতে হারানো আত্মবিশ্বাস ও দর্শক-ভক্তদের হারানো ভালোবাসা।
ক্রিকেট
আমরা ভুল করি বলেই হারি ----------------জাকের আলী
সিলেট টেস্টে গ্যালারিতে ছিল দর্শকের সুনসান নীরবতা। ক্রিকেট নিয়ে শহর জুড়ে ছিল না কোনো উন্মাদনাও। এমন চিত্র দেখে ব্যথিত উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী অনিক মনে করেন, মাঠে ভালো পারফরম্যান্সই পারে দর্শক-ভক্তদের আগ্রহ ফিরিয়ে আনতে। চট্টগ্রাম টেস্টকে সামনে রেখে শনিবার সংবাদ সম্মেলনে জাকের বলেন, '