পিসিএলে অংশ নিতে বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেন পাকিস্তানে ফিরে গেছেন। গতকালই লাহোর কালান্দার্সের সঙ্গে যোগ দিয়েছেন তিনি। এলিমিনেটর ম্যাচে করাচি কিংসের বিপক্ষে লাহোর কালান্দার্সের গুরুত্বপূর্ণ ম্যাচের আগেই যোগ দিন রিশািদ। লাহোর কালান্দার্স তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে রিশাদের ফেরার খবর নিশ্চিত করেছে। ভিডিওতে রিশাদ বলেন, ‘আসসালামু আলাইকুম সবাইকে। আমি লাহোর কালান্দার্স পরিবারে ফিরে এসেছি। মাঠে দেখা হবে, ইনশাআল্লাহ আমরা একসঙ্গে শিরোপা জিতব।’ এখন পর্যন্ত খেলা ৫ ম্যাচে ৯ উইকেট নেন রিশাদ। তার সঙ্গে লাহোর কালান্দার্স দলে রয়েছেন বাংলাদেশের আরও দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ। পিএসএল ২০২৫-এর প্লে-অফে লাহোর কালান্দার্স চতুর্থ দল হিসেবে জায়গা করে নিয়েছে। গতকাল বাংলাদেশ সময় রাত ৯টায় গাদ্দাফি স্টেডিয়ামে করাচি কিংসের বিরুদ্ধে এলিমিনেটর ম্যাচে মাঠে নামে লাহোর।