সুপার ফোরে বাংলাদেশের বিপক্ষে আগে ব্যাট করার সুযোগ পেয়ে ব্যাটিং শুরুটা ঝড়ো গতিতে শুরু করে ভারত। দুই ওপেনার অভিষেক শর্মা ও শুভমান গিল মিলে প্রথম ৬ ওভারেই দলকে এনে দেন ৭২ রান। তবে দলীয় ৭৭ রানে ভারত হারায় প্রথম উইকেট। ওপেনার শুভমান গিলকে ২৯ রানে ফিরিয়ে দলকে প্রথম উইকেট এনে দেন রিশাদ হোসেন। দলীয় ৮৩ রানে বাংলাদেশ নেয় দ্বিতীয় উইকেট। ব্যাট করতে নেমে শিবাম দুবে ফিরেন মাত্র ২ রানে। তাকেও ফিরান রিশাদ। শেষ খবর পাওয়া পর্যন্ত ভারত ৯ ওভারে ২ উইকেটে ৯১ রান নিয়ে ব্যাট করছিল। অভিষেক শর্মা ৫৭ রানে ব্যাটিংয়ে ছিলেন। সুপার ফোরে ভারতের বিপক্ষে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারপ্রাপ্ত অধিনায়ক জাকের আলী। জীবনে এই প্রথম কোনো ম্যাচে নেতৃত্ব দিচ্ছেন তিনি। তাও আবার ভারতের মত প্রতিপক্ষের বিপক্ষে। দলে নিয়মিত অধিনায়ক লিটন দাস না থাকায় একটি পরিবর্তন তো অবশ্যম্ভাবী ছিল। তবে, একটি নয়, মোট চারটি পরিবর্তন আনা হয়েছে বাংলাদেশ দলে। পুরো বোলিং কম্বিনেশনই পরিবর্তন করে ফেলা হয়েছে। ভারপ্রাপ্ত অধিনায়ক জাকের আলীও জানালেন, ইনজুরির কারণে নেই লিটন। তবে দ্রুতই তিনি ফিরবেন আশা করা যায়। অনুশীলনের সময়ই ইনজুরিতে পড়েছিলেন অধিনায়ক লিটন দাস। তাকে নিয়ে শঙ্কা ছিল। তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম এবং মেহেদী হাসানকে বাদ দেয়া হয়েছে। তাদের পরিবর্তে একাদশে ফিরেছেন রিশাদ হোসেন, তানজিম সাকিব এবং সাইফউদ্দিন। লিটনের পরিবর্তে ব্যাটার হিসেবে সুযোগ পেলেন পারভেজ হোসেন ইমন। এশিয়া কাপে জয় দিয়ে সুপার ফোরের মিশন শুরু করেছে বাংলাদেশ। ফাইনালে যাওয়ার লক্ষ্যে এবার ভারতের বিপক্ষে মাঠে নামে টাইগাররা। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ম্যাচটি শুরু হয়।
বাংলাদেশ একাদশ
সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক (অধিনায়ক ও উইকে), শামীম হোসেন পাটোয়ারী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফুদ্দিন, মোস্তাফিজুর রহমান।
ভারতীয় একাদশ
অভিশেক শর্মা, শুভমান গিল, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), সাঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), শিবাম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলাদিপ যাদব, জসপ্রিত বুমরাহ, বরুণ চক্রবর্তি।