আফগানিস্তানের বিপক্ষে হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই বাংলাদেশ হেরেছে ৫ উইকেটে। আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ২২১ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ। বোলাররা ৪৭.১ ওভার পর্যন্ত আফগানদের আটকে রেখেও শেষ পর্যন্ত পারেননি। ফলে ৫ উইকেটে হেরে সিরিজ শুরু করেছে টাইগাররা। সরাসরি ওয়ানডে বিশ্বকাপ খেলতে হলে বিশ্বকাপের আগে পর্যন্ত বাংলাদেশের জন্য প্রতিটি সিরিজই গুরুত্বপূর্ণ। এমন সময় আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে হার কিছুটা হলেও চিন্তার। ৫ উইকেটের হারের পর অবশ্য অধিনায়ক মেহেদী হাসান মিরাজ আফসোস করেছেন বড় রান করতে না পারায়। মিরাজের বলেন, ‘শেষদিকে আমরা জুটি পাইনি। সেখানেই সমস্যাটা হয়েছে। এই উইকেটে ব্যাট করা কঠিন ছিল। উইকেটে কিছুটা টার্ন ছিল। তবে যদি ২৬০ রানের বেশি করতে পারতাম, তাহলে ভালো হতো। আমাদের ভালো বোলার আছে। কিন্তু তাদের হাতে যথেষ্ট রান তুলে দিতে পারিনি।’ সিরিজের প্রথম ম্যাচেই হারল বাংলাদেশ। এই সিরিজটা জেতা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মিরাজ ঘুরে দাঁড়ানোর বিষয়ে আত্মবিশ্বাসী। তিনি বলেন, ‘আমাদের সুযোগ আছে। এক ম্যাচ গেছে, আরও দুটি বাকি আছে। কিছু ভুল করেছি, যত দ্রুত সম্ভব এগুলো থেকে শিখব। আমি আত্মবিশ্বাসী ছেলেরা পরের ম্যাচে ভালো করবে।’ তাওহিদ হৃদয়ের প্রশংসা করে মিরাজ বলেন, ‘তবে মাঝে (হৃদয়) ভালো খেলেছে। চাপের মধ্যেও ঠাণ্ডা মাথার ইনিংস খেলেছে। পরিস্থিতি সামলে পজিটিভি ক্রিকেট খেলেছে। আমাদের সমস্যা হচ্ছে শেষ দিকে ভালো জুটি গড়তে পারিনি।’ সিরিজে ফেরার প্রত্যাশা মিরাজের, ‘অবশ্যই, আমাদের হাতে এখনও সুযোগ আছে ২ ম্যাচ বাকি আছে। সুযোগ আছে আরও ভালো হওয়ার। আশা করি এখান থেকে শিক্ষা নিয়ে আমরা ঘুরে দাঁড়াতে পারব। আমি আত্মবিশ্বাসী আছি ছেলেরা পরের ম্যাচে ভালো করবে। বোর্ডে পর্যাপ্ত রান ছিল না। এই উইকেটে ২৬০+ করতে পারলে ভালো হত। এখানেই ৪০ রান কম ছিল। আমাদের জুটি গড়তে হবে। শেষ দিকে আমরা ভালো জুটি গড়তে পারিনি।’
ক্রিকেট
ম্যাচে হারের জন্য ব্যাটিংকেই দূষছেন মিরাজ
আফগানিস্তানের বিপক্ষে হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই বাংলাদেশ হেরেছে ৫ উইকেটে। আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে