পাক-ভারত দ্বৈরথ সব সময়ই ভিন্ন আবহ তৈরি করে। গতকাল এশিয়া কাপ ক্রিকেটে পাক-ভারত সুপার ফোরের ম্যাচে পাকিস্তান হেরেছে। সোমবার শ্রীলঙ্কার কলম্বোতে সাফ অ-১৭ টুর্নামেন্টে গ্রুপ পর্বের শেষ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের মুখোমুখিতে ভারত ৩-২ গোলে পাকিস্তানকে হারিয়েছে। এশিয়া কাপ ক্রিকেটে প্রথম পর্বের ম্যাচে ভারতের খেলোয়াড়রা পাকিস্তানের সঙ্গে করমর্দন করেনি। এ নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হয়েছিল। গতকাল সাফ অ-১৭ ফুটবল টুর্নামেন্ট বেশ সৌহাদ্যপূর্ণভাবে শেষ হয়েছে। পাকিস্তান দুই দফায় খেলায় পিছিয়ে পড়ে সমতা এনেছে। ৭৫ মিনিটে পাকিস্তানের রক্ষণভাগ ও গোলরক্ষকের ভুলে ভারত জয়সূচক গোল পায়। মাঠে তীব্র লড়াই হলেও খেলা শেষ দুই দলের খেলোয়াড়-কর্মকর্তাদের একে অপরের সঙ্গে হাত মেলাতে দেখা গেছে।
সাফ অ-১৭ টুর্নামেন্টে বি গ্রুপ থেকে ভারত ও পাকিস্তানের সেমিফাইনাল আগেই নিশ্চিত হয়েছিল। গতকালের ম্যাচটি ছিল মূলত গ্রুপ সেরা হওয়ার। ড্র থাকলে দুই দলের সমান ৭ পয়েন্ট থাকত। তখন গোল ব্যবধানে পাকিস্তান গ্রুপ সেরা হতো। সেক্ষেত্রে এ গ্রুপের চ্যাম্পিয়ন বাংলাদেশকে বি গ্রুপের রানার্স আপ ভারতের মুখোমুখি হতে হতো।