পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী মাসে বাংলাদেশ সফরে আসছে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। সিরিজটি আগামী ২৫ অক্টোবর শুরু হয়ে শেষ হবে ১০ নভেম্বর। যদিও কোন মাঠে খেলা হবে, সেটি এখনও চূড়ান্ত নয়। ওয়ানডে সিরিজেরর সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথাও জানা গিয়েছে। সম্প্রতি দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ জিতেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এরপর পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ইংল্যান্ডে গিয়েছিল। কিন্তু বৈরি আবহাওয়ার কারণে তিনটি ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ১-১ সমতা নিয়ে দেশে ফিরেছে টাইগার যুবারা। এদিকে ইংল্যান্ড সফর শেষে দেশে ফিরে বিশ্রামে রয়েছে এসেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তবে খুব একটা বিশ্রামের সুযোগ পাচ্ছে না যুবা দলের ক্রিকেটাররা। সপ্তাহখানেক বিশ্রাম শেষে আবারও আফগানিস্তান সিরিজের অনুশীলনে নামার কথা রয়েছে আজিজুল হাকিম তামিমদের। আগামী নভেম্বরের শেষ দিকে যুবাদের এশিয়া কাপ অনুষ্ঠিত হবে। এরপর জানুয়ারিতে জিম্বাবুয়ের মাটিতে পর্দা উঠবে যুব বিশ্বকাপের। এই দুই টুর্নামেন্টকে সামনে রেখে যুবা ক্রিকেটারদের সব রকম প্রস্তুতির মধ্যে রাখছে বিসিবি।
ক্রিকেট
আগামী মাসে বাংলাদেশ সফরে আসছে আফগানিস্তান যুব দল
পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী মাসে বাংলাদেশ সফরে আসছে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল।