মেয়েদের বাংলাদেশ ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ডে জয় পেয়েছে সেন্ট্রাল ও নর্থ জোন। শেষ ৬ বলে প্রয়োজন ১২ রান। চমৎকার বোলিংয়ে প্রথম চার বলে কেবল চার রান দিলেন জান্নাতুল ফেরদৌস সুমনা। পঞ্চম বলে বাউন্ডারি মেরে ম্যাচ জমিয়ে তুললেন ফাহিমা খাতুন। কিন্তু শেষ বলে ৪ রানের সমীকরণ আর মেলাতে পারলেন না তিনি। রোমাঞ্চ-উত্তেজনায় ভরা লড়াইয়ে দারুণ এক জয় পেল সেন্ট্রাল জোন। গতকাল ইস্ট জোনের বিপক্ষে ১ রানের রুদ্ধশ্বাস জয় পেয়েছেন নিগার সুলতানারা সেন্ট্রাল জোন। ১৫৬ রানের পুঁজি গড়ে প্রতিপক্ষকে ১৫৫ রানে থামিয়ে দিয়েছেন তারা। চমৎকার ব্যাটিংয়ে ১৩ চারে ৫৬ বলে ৮৫ রান করে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন দিলারা আক্তার। তিনে নেমে ৪টি চারে ৪৩ বলে অপরাজিত ৪৬ রান করেছেন নিগার। রান তাড়ায় ইস্ট জোনের ওপেনার রুবাইয়া হায়দার ঝিলিক করেন ৬০ রান। তার ৫৬ বলের ইনিংসটি গড়া এক ছক্কা ও পাঁচটি চারে।রাজশাহীতে এদিন টস জিতে ব্যাটিংয়ে নামা সেন্ট্রাল জোনকে ভালো শুরু এনে দেন দিলারা। তৃতীয় ও চতুর্থ ওভারে দুটি করে চার মারেন তিনি। পঞ্চম ওভারে মুমতা হেনা হাসনাতকে টানা তিন চার হাঁকান এই ওপেনার।

পাওয়ার প্লের শেষ ওভারে ইশমা তানজিম বিদায় নিলে ভাঙে ৪৭ রানের উদ্বোধনী জুটি। ক্রিজে গিয়ে মুখোমুখি দ্বিতীয় বলে চার মেরে রানের খাতা খোলেন নিগার। দশম ওভারে হাবিবা ইসলামকে চার মেরে ৩১ বলে পঞ্চাশে পা রাখেন দিলারা। ওই ওভারে আরেকটি বাউন্ডারি হাঁকান তিনি। আরেক প্রান্তে নিগারও রানের চাকায় দেন দম। ১৮তম ওভারে দিলারাকে ফিরিয়ে ৮৫ রানের জুটি ভাঙেন ফাতেমা জাহান। শেষ ওভারে একটি ছক্কা হাঁকান রিতু মনি। লক্ষ্য তাড়ায় ঝিলিক দ্রুত রান বাড়ালেও আরেক প্রান্তে সুমি আক্তার ছিলেন একেবারেই মন্থর। তাতে পাওয়ার প্লেতে স্রেফ ৩৫ রান তুলতে পারে ইস্ট জোন। দশম ওভারের শেষ বলে সুমিকে ফিরিয়ে ৫৮ রানের শুরুর জুটি ভাঙেন জান্নাতুল ফেরদৌস সুমনা। এক চারে ৭ রান করতে ২১ বল খেলেন সুমি! পরের ওভারে রিতু মনিকে টানা দুই চার ও এক ছক্কায় ৪২ বলে ফিফটিতে পা রাখেন ঝিলিক। ওই ওভার থেকে আসে ১৭ রান। নতুন ব্যাটার তাজ নাহার একটি করে ছক্কা-চার মারেন সুমনাকে। তিন বলের মধ্যে ঝিলিক ও তাজকে ফিরিয়ে দেন ফারিহা তৃষ্ণা। প্রথম ৩ বলে ৩ রান করা স্বর্ণা আক্তার দুটি ছক্কা হাঁকান তৃষ্ণাকে। মুরশিদা খাতুন টানা দুই চার মারেন আনিসা আক্তারকে। এরপর শেষ ওভারের সেই রোমাঞ্চ। যেখানে ১২ রানের সমীকরণ মেলানোর খুব কাছে গিয়ে থামে ইস্ট জোন।

রাজশাহীতে দিনের দ্বিতীয় ম্যাচে সাউথ জোনকে ৪ রানে হারিয়েছে নর্থ জোন। ১৩১ রানের পুঁজি নিয়ে প্রতিপক্ষকে ১২৭ রানে থামিয়ে দিয়েছে তারা। সাউথ জোনের জয় বড় অবদান রাখেন সোবহানা মোস্তারি।

তিনে নেমে ১০ চারে ৬৯ রানের ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কার জেতান তিনি। পরে বল হাতে আলো ছড়ান লাকি খাতুন ও শানজিদা আক্তার। ২২ রানে ৩ উইকেট নেন লাকি, শানজিদার প্রাপ্তি ২২ রান খরচায় দুটি। টস জিতে ব্যাটিংয়ে নেমে ২৪ রানে শামিমা সুলতানাকে হারায় নর্থ জোন। এরপর সোবহানা ও শারমিন সুলতানার জুটিতে একশর কাছে পৌঁছে যায় তাদের রান। ৩ চারে ৩৭ রান করা শারমিনের বিদায়ে ভাঙে ৭৪ রানের বন্ধন। এরপর একের পর এক উইকেট হারাতে থাকে নর্থ জোন। এক প্রান্ত ধরে রেখে দলের রান বাড়ান সোবহানা। ৩৭ বলে ফিফটি করা ব্যাটার বিদায় নেন শেষ ওভারে। রান তাড়ায় ফারজানা হক ও জুয়াইরিয়ার ব্যাটে ভালো শুরু পায় সাউথ জোন। তাদের উদ্বোধনী জুটিতে আসে ৫৬ রান। এরপর দ্রুত ৪ উইকেট হারায় তারা। ৪টি চারে ৪৯ বলে ৪১ রান করে ফেরেন ফারজানা। একটি চারে ২০ রান করতে ২৫ বল খেলেন জুয়াইরিয়া। ৩ চারে ৩১ রানের অপরাজিত ইনিংস খেলেন লতা মণ্ডল। ৪টি ১৬ বলে ২৬ রান করেন সুলতানা খাতুন। শেষ ওভারে ১৩ রানের সমীকরণ মেলানোর চ্যালেঞ্জে প্রথম বলে চার মারেন সুলতানা। কিন্তু পরে তিন উইকেট হারিয়ে আর লক্ষ্যে পৌঁছাতে পারেনি দলটি।

ফল: নর্থ জোন ৪ রানে জয়ী

প্লেয়ার অব দা ম্যাচ: সোবহানা মোস্তারি