হঠাৎ করেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ভারতের সেরা ব্যাটার বিরাট কোহলি। কিন্তু অনায়াসেই আরও দুই বছর কোহলি টেস্ট খেলতে পারত বলে মনে করেন দেশটির সাবেক ওপেনার বিরেন্দার শেবাগ। তিনি জানান, রানের জন্য এখনও ক্ষুধার্ত কোহলি। এই বয়সে কোহলির ফিটনেস বিশ্বের বহু ক্রিকেটারের চেয়ে ভাল। এজন্য অনায়াসে আরও দুই বছর টেস্ট খেলা চালিয়ে যেতে পারত সে। গত ১২ মে টেস্ট ক্রিকেটকে বিদায় জানান কোহলি। কেন অবসর নেওয়ার এমন সিদ্ধান্ত সেটি জানাননি তিনি। তবে ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, সঠিক সময়ে টেস্ট ক্রিকেট থেকে বিদায় বলেননি কোহলি। আরও কিছু বছর টেস্ট ক্রিকেট খেলে যেতে পারতেন এই তারকা ব্যাটার। ক্রিকেট বিশেষজ্ঞদের সুরে কথা বললেন শেবাগও। ভারতীয় সংবাদমাধ্যমকে শেবাগ বলেন, ‘রানের জন্য তীব্র ক্ষুধাই কোহলিকে আলাদা করেছে। অন্যদের থেকে তাকে শীর্ষে নিয়ে গেছে। সে খেলুক বা নাই খেলুক, রান করুক বা না করুক, সবসময় নিজের রুটিন অনুসরণ করেছে ও পরিশ্রম অব্যাহত রেখেছে।’ নিজের ফিটনেস নিয়ে কোহলি এতটাই সিরিয়াস ছিলেন যে, বিশ্বের অন্যান্য ক্রিকেটারের চেয়ে এক্ষেত্রে কোহলি অনেক বেশি এগিয়ে বলে জানান শেভাগ। তিনি বলেন, ‘৩৬ বছর বয়সেও তার ফিটনেস বিশ্বের ৯০ শতাংশ ক্রিকেটারের চেয়ে অনেক ভালো। এ কারণেই আমি বলব, অনেক দ্রুতই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছে সে। আরও দুই বছর অনায়াসেই খেলতে পারত কোহলি।’ ইন্টারনেট।
ক্রিকেট
আরও দুই বছর টেস্ট খেলতে পারত কোহলি -------------------শেবাগ
হঠাৎ করেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ভারতের সেরা ব্যাটার বিরাট কোহলি। কিন্তু অনায়াসেই আরও দুই বছর কোহলি টেস্ট খেলতে পারত বলে মনে করেন দেশটির সাবেক ওপেনার বিরেন্দার শেবাগ। তিনি জানান, রানের জন্য এখনও ক্ষুধার্ত কোহলি।