নিগার সুলতানা জ্যোতিকে অধিনায়ক করে শনিবার রাতে ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে সুযোগ পান তিন তুলনামূলক কম অভিজ্ঞ ক্রিকেটার। উইকেটরক্ষক ব্যাটার রুবিয়া হায়দার ঝিলিক, স্পিনার নিশিতা আক্তার নিশি ও টপ অর্ডার ব্যাটার সুমাইয়া আক্তার। এর মধ্যে ঝিলিক খেলেছেন মাত্র ৬ আন্তর্জাতিক টি-টোয়েন্টি, সুমাইয়া একটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি এবং নিশি দুটি ওয়ানডে। বাংলাদেশ নারী দলের ওয়ানডে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার পর নির্বাচকদের সিদ্ধান্ত নিয়ে তীব্র সমালোচনা করেছেন সাবেক অধিনায়ক রুমানা আহমেদ। গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে বিসিবির এই সমালোচনা করেন এই অভিজ্ঞ লেগস্পিনার। এই দল ঘোষণার পর ফেসবুক পোস্টে রুমানা লিখেন, অসাধারণ আপনাদের পরিকল্পনা।

বিশ্বকাপে যে সাহসটা আপনারা দেখিয়েছেন এবং যে চ্যালেঞ্জ আপনারা নিয়েছেন, আসলেই বিরল হয়ে থাকবে। তবে তাদের আরেকটু অভিজ্ঞ করে বিশ্বকাপ দলে নেয়া উচিত ছিল। অভিজ্ঞতা অর্জনের জন্য সামনে অনেক সময় আছে। বাংলাদেশ নারী দল প্রথমবার ওয়ানডে বিশ্বকাপে খেলেছিল ২০২২ সালে। সেবার দলটি ৭ ম্যাচে জয় পায় কেবল একটি। সেই দলের অভিজ্ঞ ক্রিকেটারদের মধ্যে জ্যোতি, ফারিহা ইসলাম তৃষ্ণা, রিতু মণি ও নাহিদা আক্তার আবারও জায়গা পেয়েছেন। তবে বাদ পড়েছেন অভিজ্ঞ জাহানারা আলম ও রুমানারা। রুমানা বলেন, বিশ্বকাপে অভিজ্ঞ ক্রিকেটাররাই খেলে।

বিশ্বকাপ থেকে শিক্ষা নেয়া আসলেই ভাগ্যের ব্যাপার। আশা করি এই বিশ্বকাপ থেকে অনেক কিছু শিক্ষা নিতে পারবেন। যদিও শেষ পর্যন্ত তিনি দলকে শুভকামনাও জানিয়ে লিখেন, বিশ্বকাপ দলে থাকা সকল ক্রিকেটারকে অভিনন্দন। অবশ্যই সবার ভালো পারফরম্যান্স আশা করছি। সেই সঙ্গে নির্বাচক প্যানেলকে অভিনন্দন বিশ্বকাপের মতো জায়গায় এতগুলো নতুন মুখ উপহার দেয়ার জন্য। আপনাদের সাহসিকতা সত্যিই প্রশংসনীয়। ২০১১ থেকে ২০২৪ পর্যন্ত জাতীয় দলের হয়ে ৫০ ওয়ানডে ও ৮৭ টি-টোয়েন্টি খেলে ১২৫ উইকেট নিয়েছেন রুমানা। এ বছরের মে মাসেও তিনি বিসিবির বিরুদ্ধে নিজের ক্যারিয়ার ধ্বংসের অভিযোগ তুলে বিচার চেয়েছিলেন। ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশসহ অংশ নেবে আট দল।

তারা হলো- বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। রাউন্ড রবিন ফরম্যাটে হবে গ্রুপ পর্বের ২৮ ম্যাচ, এরপর দুই সেমিফাইনাল ও ফাইনাল মিলিয়ে মোট ৩১ ম্যাচ। ভেন্যু হিসেবে নির্ধারিত হয়েছে কলম্বো, মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়াম, ইন্দোরের হোলকার স্টেডিয়াম, গুয়াহাটির বর্ষাপাড়া এবং বিশাখাপত্তনমের ওয়াই এস রাজাশেখর রেড্ডি স্টেডিয়াম। সবশেষ ২০২২ বিশ্বকাপে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে শিরোপা জিতেছিল অস্ট্রেলিয়া।

বাংলাদেশ স্কোয়াড

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ফারজানা হক, রুবাইয়া হায়দার ঝিলিক, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, রিতু মনি, স্বর্ণা আক্তার, মারুফা আক্তার, ফাহিমা খাতুন, রাবেয়া খান, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা, সুমাইয়া ইসলাম ও নিশিতা আক্তার নিশি।