ছেলেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবার দেখা গেল তিনটি সুপার ওভার। স্কটল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে নেপাল বনাম নেদারল্যান্ডস ম্যাচে ঘটেছে এই ঘটনা। মোট তিন দফায় ম্যাচ ‘টাই’ হয়ে লড়াই গড়ায় তৃতীয় সুপার ওভারে! শেষ পর্যন্ত ম্যাচ জিতে নেয় নেদারল্যান্ডস। ছেলেদের পেশাদার ক্রিকেটে কোনো পর্যায়ে কোনো সংস্করণে আগে কখনও এমন ঘটনা দেখা যায়নি। গত সোমবার স্কটল্যান্ডের গ্লাসগোতে আগে ব্যাট করতে নেমে নেদারল্যান্ডস ২০ ওভারে তোলে ১৫২ রান। তেজা নিদারামানু ৩৫ রান করেন ৩৭ বলে। বিক্রামজিৎ সিং করেন ২৯ বলে ৩০। শেষ দিকে সাকিব জুলফিকার অপরাজিত থাকেন ১২ বলে ২৫ রান করে, ওপেনিংয়ে ১১ বলে ১৯ করেন মাক্স ও’ডাউড। নেপালের তারকা লেগ স্পিনার সন্দীপ লামিচানে ১৮ রানে ৩ উইকেট শিকার করেন।জবাবে নেপালও দারুণ ব্যাটিং করেছে। ওপেনার কুশাল ভুর্তেল ২৩ বলে ৩৪, অধিনায়ক রোহিত পাউড়েল খেলেন ৩৫ বলে ৪৮ রানের ইনিংস। শেষ দুই ওভারে জয়ের জন্য প্রয়োজন হয় ৩১ রানের। ১৯তম ওভারে নেপাল তোলে ১৫ রান। শেষ ওভারে ১৬ রান লাগলেও কাইল ক্লেইনের বলে ১৫ রানের বেশি তুলতে পারেননি নেপালের দুই ব্যাটার। শেষ বলে যখন ৫ রান প্রয়োজন ছিল, তখন নন্দন যাদব চার মেরে ম্যাচ টাই করেন। খেলা সুপার ওভারে গড়ায়। প্রথম সুপার নেপাল তোলে ১৯ রান। নেদারল্যান্ডসও ঠিক ১৯ রানই তোলে। দ্বিতীয় সুপার ওভারে নেদারল্যান্ডস তুলতে পারে ১৭ রান। জবাবে নেপালও ১৭ রানেই আটকে যায়! ম্যাচ গড়ায় তৃতীয় সুপার ওভারে। এই দফায় অবিশ্বাস্যভাবে কোনো রানই করতে পারেনি নেপাল! লামিচানের প্রথম বলেই ছক্কা মেরে নেদারল্যান্ডসকে জয়ের বন্দরে পৌঁছে দেন মাইকেল লেভিট।