প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরে পর্দা উঠছে আজ শুক্রবার। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে উদ্বোধনী দিনেই মাঠে নামছে নবাগত নোয়াখালী এক্সপ্রেস। দলটি বিপিএলে প্রথমবারের মতো অংশগ্রহণের আগেই ভিন্নভাবে আলোচনায় উঠে এসেছে। গতকাল বৃহস্পতিবার দলটির অনুশীলন শুরুর আগেই ঘটেছিল এক অনাকাক্সিক্ষত ঘটনা। লজিস্টিক সাপোর্ট নিয়ে অসন্তুষ্ট হয়ে অনুশীলন মাঠ ছেড়ে চলে যান নোয়াখালী এক্সপ্রেসের প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন। তবে ঘটনার কয়েক ঘণ্টা পার হতেই মান-অভিমান ভুলে আবারও দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি। বৃহস্পতিবার সকালে অনুশীলনের সময় প্রয়োজনীয় সামগ্রীর অভাব দেখে মেজাজ হারান সুজন। ক্ষোভ প্রকাশ করে স্টেডিয়াম থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি কোনোভাবেই বিপিএল করব না।’ তার এই মন্তব্যে ক্রিকেটপাড়ায় তোলপাড় শুরু হয়। তবে কিছুক্ষণ পরই কোচ সুজন পুনরায় দলের ক্যাম্পে যোগ দেন এবং পুরো বিষয়টিকে ‘ভুল বোঝাবুঝি’ বলে অভিহিত করেন। দলের সঙ্গে ফেরার পর খালেদ মাহমুদ সুজন গণমাধ্যমকে বলেন, ‘এটা আসলে ভুল বোঝাবুঝি। হিট অব দ্য মোমেন্টে এমন কিছু হয়ে গেছে। অনুশীলনের সময় প্রয়োজনীয় কিছু জিনিসপত্র ছিল না, তখন মেজাজ একটু খারাপ হয়েছিল। হয়তো আচরণটা ঠিক হয়নি, সেটা এখন বুঝতে পারছি।’ তিনি আরও জানান, ঘটনার পর ফ্র্যাঞ্চাইজি মালিকদের পাশাপাশি বিসিবি থেকেও তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এই তিক্ত অভিজ্ঞতাকে ইতিবাচকভাবেই দেখছেন এই সাবেক অধিনায়ক। তার মতে, টুর্নামেন্ট শুরুর আগে এমন সমস্যা হওয়ায় বড় কোনো বিপদ এড়ানো গেছে। সুজন বলেন, ‘গতকাল বৃহস্পতিবার যা হয়েছে তা একদিক থেকে ভালোই। এতে দলের ভেতরের বন্ডিং আরও শক্ত হবে বলে আমি বিশ্বাস করি।’ লজিস্টিক নিয়ে ঝামেলা থাকলেও আর্থিক বিষয়ে নোয়াখালী এক্সপ্রেস পেশাদারিত্ব দেখিয়েছে। প্রথমবার বিপিএলে অংশ নেয়া এই ফ্র্যাঞ্চাইজিটি নিয়ম অনুযায়ী ক্রিকেটারদের পারিশ্রমিকের প্রথম কিস্তির ২৫ শতাংশ ইতিমধ্যেই পরিশোধ করেছে। ফ্র্যাঞ্চাইজি মালিকদের প্রশংসা করে সুজন বলেন, ‘আমি আমার ফ্র্যাঞ্চাইজি নিয়ে দারুণ খুশি। তারা জার্সি থেকে শুরু করে সবকিছুই সময়মতো দিয়েছে এবং পারিশ্রমিক পরিশোধ করে কথা রেখেছে।’ আজ শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিপিএল অভিযান শুরু করবে নোয়াখালী এক্সপ্রেস।
ক্রিকেট
মেজাজ হারিয়ে মাঠ ছাড়া সুজন বললেন ‘ভুল বোঝাবুঝি’
প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরে পর্দা উঠছে আজ শুক্রবার। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে উদ্বোধনী দিনেই মাঠে নামছে নবাগত নোয়াখালী এক্সপ্রেস।