নিউজিল্যান্ড সফরে টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচটিও পন্ড হলো বৃষ্টির দাপটে। অকল্যান্ডে কোনো বাধা ছাড়াই খেলা শুরুর তিন বলের মধ্যে বৃষ্টি শুরু হয়। ওভার কমিয়ে কিছুক্ষণ খেলা চলার পর আবার কঠিন রূপ নিলো প্রকৃতি। এরপর আর খেলাই সম্ভব হলো না। এর আগে সিরিজের প্রথম ম্যাচও বাতিল হয় বৃষ্টির বাগড়ায়। দ্বিতীয় ম্যাচে ৬৫ রানে জিতে এগিয়ে থাকা ইংল্যান্ড ১-০ ব্যবধানে জিতল সিরিজও। অকল্যান্ডে টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৩.৪ ওভাওে নিউজিল্যান্ড ১ উইকেটে কওে ৩৮ রান। এরপর আর খেলা সম্ভব হয়নি। সিরিজে প্রথম ম্যাচেও গত শনিবার তাও পুরো ইনিংস খেলতে পারে ইংল্যান্ড। সেদিন ২০ ওভারে ৬ উইকেটে ১৫৩ রান সংগ্রহ করে সফরকারীরা। পরে আর খেলা হয়নি। ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। পরের ম্যাচে আগে ব্যাট করে ৪ উইকেটে ২৩৬ রান করে ইংল্যান্ড। রান তাড়ায় ১৭১ রানেই গুঁটিয়ে যায় স্বাগতিকরা। ওই জয়ই সিরিজ জিতিয়ে দিল ইংল্যান্ডকে। ইডেন পার্কে শেষ ম্যাচে প্রথম তিন বলে লুক উডকে দুটি চার মারেন টিম সাইফর্ট। পরে বৃষ্টি নামলে খেলা বন্ধ থাকে প্রায় দুই ঘন্টার মতো। ১৪ ওভারে ম্যাচ কমিয়ে এনে ফের শুরু হয় খেলা। চতুর্থ ওভারে ফের বৃষ্টির বাগড়ায় চলে যায় এক ঘন্টা। শেষ পর্যন্ত স্থানীয় সময় রাত ১০টায় ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।