ক্রিকেটে এবার এক অবিশ্বাস্য ঘটনা ঘটল ওয়েস্ট ইন্ডিজে। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ১৩তম ম্যাচে মুখোমুখি হয়েছিল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ও সেন্ট লুসিয়া কিংস। সেই ম্যাচের গায়ানার ইনিংসে ১৫তম ওভারে এক বল থেকেই এসেছে ২২ রান! ওশানে থমাসের দিকভ্রান্ত বোলিংয়ের সামনে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন রোমারিও শেফার্ড। সেন্ট লুসিয়ার অলরাউন্ডার শেফার্ড পাঁচটি চার এবং সাতটি ছয়ের সাহায্যে ৩৪ বলে ৭৩ রান করেন। সাতটি ছয়ের মধ্যে তিনটি ছয় এসেছে একই ওভারে। প্রতিটিই ‘ফ্রি হিট’ থেকে। ম্যাচের ১৫তম ওভারের তৃতীয় ডেলিভারিটি ‘নো বল’ করেন ওশানে থমাস। সেই বল থেকে শেফার্ড কোনও রান করতে পারেননি। পরের বলটি করতে গিয়ে ওয়াইড দেন তিনি। ফলে ‘ফ্রি হিট’ অটুট থাকে। এরপর ‘ফ্রি হিট’ বল থেকে ছয় মারেন শেফার্ড। তবে সেই বলটিও ‘নো’ হয়। আবার একটি ‘ফ্রি হিট’ এবং আরও একটি ছয় মারেন শেফার্ড। ‘ফ্রি হিট’-এর তৃতীয় বলটিও ‘নো’ হয়।
ক্রিকেট
সিপিএলে ১ বলেই উঠল ২২ রান
ক্রিকেটে এবার এক অবিশ্বাস্য ঘটনা ঘটল ওয়েস্ট ইন্ডিজে। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ১৩তম ম্যাচে মুখোমুখি হয়েছিল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ও সেন্ট লুসিয়া কিংস। সেই ম্যাচের গায়ানার ইনিংসে ১৫তম ওভারে এক বল