ডিপিএল সুপার লিগের তৃতীয় রাউন্ডের ম্যাচে লিস্ট ‘এ’ ক্যারিয়ারের ৫১তম সেঞ্চুরি তুলে নিলেও আবাহনীকে হারাতে পারলেন না গাজী গ্রুপ ক্রিকেটার্সের অধিনায়ক এনামুল হক বিজয়। উত্তেজনার ম্যাচটি শেষ ওভারে নিয়ে গিয়েও ১০ রানের ব্যবধানে জিতে নিয়েছে আবাহনী। সুপার লিগে তৃতীয় জয় পাওয়ার দিনে শিরোপার দাবিটি আরও পোক্ত করেছে ধানমন্ডির ক্লাবটি। এদিন আবাহনীর হয়ে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন শাহরিয়ার কমল। ১০০ বল খেলে তিনি করেন ৯৬ রান। পারভেজ জীবনের বলে লেগ বিফোরের ফাঁদে পরে চার রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন এ ওপেনার। উদ্বোধনী জুটিতে ১০৭ রান তুলে নিজের ৪৫ রানে থামেন পারভেজ ইমন। আবাহনীর হয়ে এসএম মেহরবও করেন ৪৫ রান। তাতে ১০ বল বাকি থাকতে ২৪৯ রানে থামে ইনিংস। গাজীর ওয়াসি সিদ্দিকী ৪টি ও জীবন ৩টি উইকেট শিকার করেন।

জবাব দিতে নেমে প্রথম বলেই বিদায় নেন সাদিকুর রহমান। এর পর শামসুর রহমান শুভকে নিয়ে ৫২ রানের জুটি গড়েন বিজয়। শুভ ২৭ এবং ওয়াসি ৩৮ রানে ফিরে গেলে বিজয়ের ব্যাটে চড়েই এগোচ্ছিল গাজী। আর অন্য প্রান্তে নিয়মিত ছিল ব্যাটসম্যানদের আসা যাওয়া। এর মধ্যেই বিজয় তুলে নেন টানা দ্বিতীয় সেঞ্চুরি। নবম উইকেট হিসেবে তিনি আউট হন দলের ২১৭ রানে। ১১৩ বলে ৯ চারে তার উইলো থেকে আসে ১০৮ রান। জয়ের জন্য ৩৩ রান প্রয়োজন তখন। শেষ উইকেটে লিয়ন ইসলাম ও আবু হাশিম মিলে চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু শেষ ওভারের তৃতীয় বলে বড় শট খেলতে গিয়ে লং অফে ক্যাচে পরিণত হন হাশিম। ২৩৯ রানে গাজীকে অলআউট করে আবাহনী ম্যাচ জিতে নেয় ১০ রানে। মৃত্যুঞ্জয় চৌধুরী নেন ৩ উইকেট।