এশিয়া কাপে সুপার ফোরে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে আজ মাঠে নামবে বাংলাদেশ। বাংলাদেশের প্রতিপক্ষ আজ পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়। এশিয়া কাপে সুপার ফোরে এবার জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচেই শ্রীলংকাকে হারিয়েছে টাইগাররা। সুপার ফোরে প্রথম ম্যাচে জয় পাওয়ায় উজ্জিবিত বাংলাদেশ গতকাল দ্বিতীয় ম্যাচে মাঠে নামে ভারতের বিপক্ষে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হয় ম্যাচটি। কোন বিশ্রাম না নিয়ে আজ আবার পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। হংকং ও আফগানিস্তানকে হারিয়ে ‘বি’ গ্রুপ রানার্সআপ হয়ে সুপার ফোরে ওঠে বাংলাদেশ। সুপার ফোরেও শুরুটা দারুণ করে টাইগাররা। শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে শুভ সূচনা করে লিটন দাসের দল। এই শ্রীলংকার কাছেই গ্রুপ পর্বে ৬ উইকেটে হেরেছিল বাংলাদেশ। ভারতের কাছে বাংলাদেশ হারলেই যে টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে ব্যাপারটি এমন নয়। ভারতের কাছে হারলেও আজ পাকিস্তানকে হারালে ফাইনালে উঠবে বাংলাদেশ। ভারত ও পাকিস্তানের কাছে বাংলাদেশ হেরে গেলেও শুক্রবার ভারত-শ্রীলংকা ম্যাচ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। সেই ম্যাচে ভারত জিতলে আসবে নেট রান রেটের হিসাবনিকাশ। শ্রীলংকা জিতলে বাংলাদেশই উঠবে ফাইনালে। নিশ্চিতভাবেই বাংলাদেশ চাইবে না এত সমীকরণের ম্যারপ্যাঁচে পড়তে। পরবর্তী দুই ম্যাচ জিতেই ফাইনালে পা রাখতে চায় টাইগাররা। এদিকে লঙ্কানদের হারিয়ে পাকিস্তান ফাইনাল খেলার আশা বাঁচিয়ে রেখেছে। আজ টাইগারদের বিপক্ষের ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ পাকিস্তানের জন্য। বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে উপস্থিত হন শাহীন শাহ আফ্রিদি। সেখানেই বাংলাদেশকে নিয়ে কটাক্ষ করেন তিনি। সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের একজন প্রশ্ন করার সময় বাংলাদেশ দলকে টাইগার হিসেবে আখ্যায়িত করেন। তখনই সাংবাদিকের সেই প্রশ্ন থামিয়ে আফ্রিদি পাল্টা জিজ্ঞেস করেন, ‘টাইগার কৌন’, যার অর্থ টাইগার কারা। পরে গণমাধ্যমকর্মীরা বাংলাদেশ বললে তখন ‘সরি’ বলেন আফ্রিদি। বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে অবশ্য টাইগাদের সমীহের চোখেই দেখছেন আফ্রিদি। টাইগারদের হারাতে হলে তিন বিভাগেই ভালো করতে হবে বলে মন্তব্য করেন তিনি।
পুরো দলের নজর এখন বাংলাদেশের ম্যাচের দিকে। আফ্রিদি বলেন, ‘বাংলাদেশ দারুণ একটি দল। তারা ইদানীং ভালো খেলেছে। ভালো দলের সাথে খেললে প্রথম ধাক্কাটা আপনাকেই দিতে হবে। তাদের সুযোগ দেয়া যাবে না, আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং ৩ বিভাগেই ভালো খেলতে হবে।‘ চলমান এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে ভারতের কাছে হারে পাকিস্তান। তবে দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনাল খেলার আশা বাঁচিয়ে রাখে তারা। দুই ম্যাচে ১ জয়ে এখন তাদের দুই পয়েন্ট। সালমান আগাদের কাছে এখনো সুযোগ রয়েছে ফাইনালে ওঠার।