ভারতের ক্রিকেট প্রশাসনে নতুন ইতিহাস গড়লেন মহানার্যমান সিন্ধিয়া। মাত্র ২৯ বছর বয়সেই মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এমপিসিএ) সভাপতি নির্বাচিত হলেন তিনি। যদিও ক্রিকেট প্রশাসক হিসাবে মহানার্যমান সিন্ধিয়ার হাতেখড়ি তিন বছর আগে। ২০২২ সালে গ্বালিয়র ডিভিশন ক্রিকেট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি নির্বাচিত হন তিনি। ২০২৪ সালে মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের আজীবন সদস্যপদ পান। সভাপতি পদে নির্বাচিত হওয়ার আগেই তার উদ্যোগে এ বছর থেকে শুরু হয়েছে মধ্যপ্রদেশ টি-টোয়েন্টি লিগ। ১৯৫৭ সালের পর এত কম বয়সে আর কেউ ভারতীয় ক্রিকেটে এত গুরুত্বপূর্ণ পদে আসেননি।