হার দিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে ৪ উইকেটের জয়ে সিরিজে ১-১ এ সমতায় ফিরিয়েছে টাইগাররা। আগামীকাল মাঠে গড়াবে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ। শেষ ম্যাচের জন্য আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে ফেরানো হয়েছে মিডল অর্ডার ব্যাটার শামীম হোসেন পাটওয়ারীকে। সিরিজের শেষ ম্যাচে তার অভিজ্ঞতা দলের জন্য গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াতে পারে।

বাংলাদেশের জার্সিতে এই ফরম্যাটে ৪৬ ম্যাচ খেলেছেন শামীম। কিন্তু সবশেষ পাঁচ ম্যাচে দুই ডাকসহ করেছেন কেবল ৩৫ রান। সর্বোচ্চ ৩৩ রান আফগানিস্তানের বিপক্ষে। সবশেষ চল্লিশের বেশি রান করেছেন তিনি গত বছর সেপ্টেম্বরে, শ্রীলঙ্কার বিপক্ষে অপরাজিত ৪২ রান।

তাই আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে শামীম হোসেনকে শুরুতে রাখেনি নির্বাচকরা। যা নিয়ে সিরিজ শুরুর আগের দিনের সংবাদ সম্মেলনে শোরগোল পড়ে গিয়েছিল। তাকে বাদ দেওয়ার কথা জানতেন না দাবি করেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস।

লিটন বলেছিলেন, ‘এটা আমার কল ছিল না। পুরোপুরি নির্বাচকদের কল। আমি জানি না কেন, কিন্তু নির্বাচকরা আমাকে কোনো কিছু নোটিশ ছাড়াই শামীমকে বাদ দিয়ে দিয়েছে টিম থেকে। কোনো নোটিশ ছাড়াই। আমি এতদিন জানতাম যে, একটা টিম যখন মানুষ হ্যান্ডেল করে, এটলিস্ট ক্যাপ্টেন জানে যে কোন প্লেয়ারটা ঢুকবে বা কোন প্লেয়ারটা বের হবে।’

‘আমি আশা করি যে বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ারই সেরা প্লেয়ার। যার জন্য ন্যাশনাল টিমে আসে। যেই ১৫ জনই সিলেক্ট হবে না কেন, তারাই ভালো করবে। কিন্তু শামীমের বাদ হওয়ার পেছনে কোনো কারণ আমি দেখি না। আর আমি কখনও... আমি এটা নোটিশও পাইনি যে কেন সে বাদ পড়েছে। ও টিমে থাকলে ভালো হতো।’ বাংলাদেশের স্কোয়াড: লিটন দাস (ক্যাপ্টেন), সাইফ হাসান (ভাইস ক্যাপ্টেন), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, জাকের আলী আনিক, নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম ভূইয়া, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফ উদ্দিন ও শামিম হোসেন পাটওয়ারী।