DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

ক্রিকেট

দ্রুতই টি-টোয়েন্টি নতুন অধিনায়কের ব্যাপারে সিদ্ধান্ত নেব--------বিসিবি সভাপতি

গত বছরই জানা গিয়েছিল টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়ছেন নাজমুল হোসেন শান্ত। সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে টাইগারদের অধিনায়কের দায়িত্বে ছিলেন লিটন দাস। তবে নতুন করে দায়িত্ব কে পাচ্ছেন সে বিষয়ে এখনো নিশ্চিত কিছু জানাতে পারেননি বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

স্পোর্টস রিপোর্টার
Printed Edition
bcb-faruk

গত বছরই জানা গিয়েছিল টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়ছেন নাজমুল হোসেন শান্ত। সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে টাইগারদের অধিনায়কের দায়িত্বে ছিলেন লিটন দাস। তবে নতুন করে দায়িত্ব কে পাচ্ছেন সে বিষয়ে এখনো নিশ্চিত কিছু জানাতে পারেননি বিসিবি সভাপতি ফারুক আহমেদ। অনেক প্রত্যাশা নিয়ে তিন ফরম্যাটে অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছিল নাজমুল হোসেন শান্তকে। কিন্তু প্রত্যাশা পূরণে ব্যর্থ এই ক্রিকেটার। চলতি বছরের শুরুতেই ছাড়েন টি-টোয়েন্টি নেতৃত্ব। এমতবস্থায় নতুন অধিনায়কের খোঁজে বিসিবি। জোরেশোরেই শোনা যাচ্ছে ওপেনার লিটন দাসের নাম। টেস্ট ও ওয়ানডেতে নেতৃত্ব চালিয়ে যেতে আপত্তি নেই শান্তর। যার ফলে টি-টোয়েন্টির জন্য স্থায়ীভাবে কাউকে চায় বোর্ড। এই বিষয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। গতকাল মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ফারুক আহমেদ বলেন, ‘আমরা দ্রুতই সিদ্ধান্ত নেব। ইতিমধ্যে দু’একজন টি-টোয়েন্টির অধিনায়কত্ব করেছেন, যারা এখনও দলের বাইরে নয়। এ রকম কাউকে চেষ্টা করব অধিনায়কত্ব দেয়ার।’ বিসিবি সভাপতির কথা স্পষ্ট যে লিটনই হতে যাচ্ছেন নতুন অধিনায়ক। কেননা সাকিব নেতৃত্ব ছাড়ার পর দায়িত্ব নেন শান্ত। পরবর্তীতে শান্তর অনুপস্থিতিতে ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রশংসা কুড়োয় লিটনের নেতৃত্ব। তাই আপাতত টি-টোয়েন্টির নেতৃত্বে লিটনই সেরা চয়েজ। মুশফিক-মাহমুদউল্লাহদে অবসরে যাওয়ায় ২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে ঘিরে নতুন করে ভাবতে হচ্ছে বাংলাদেশকে। আসন্ন সেই বিশ্বকাপে কি নতুন করে দল সাজাবে বাংলাদেশ, এমন প্রশ্নের জবাবে ফারুক আহমেদের জবাব, ‘ আমাদের চেষ্টা থাকবে, ভালো কিছু করার। আমরা ক্রিকেটারদের একটা পরিকল্পনা দেব, সেই অনুযায়ী তারা কাজ করবে। দ্রুতই ক্রিকেট অপারেশন্সের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করব।’ আসন্ন বিশ্বকাপ নিয়ে এখন থেকে পরিকল্পনা করবে বিসিবি। সেজন্য ক্রিকেটারদের এখন থেকেই পরিকল্পনার মধ্যে রাখতে চায় বিসিবি। পরিকল্পনা বাস্তবায়নে ক্রিকেটারদের বাড়তি নজর দিচ্ছেন বোর্ড সভাপতি। এ প্রসঙ্গে ফারুক বলেন, 'আমাদের চেষ্টা থাকবে। আমি আগামী বিশ্বকাপে (ভালো করার পরিকল্পনা) বিশ্বাস করি না। আমি যখন ২০০৭ সালে বিশ্বকাপে নির্বাচক ছিলাম, তামিম-সাকিব-মুশফিক ওরা লাইমলাইটে এসেছিল। বোর্ড থেকে একটা পলিসি দেয়া হবে। আমরা বলে দেব কী চাই। ক্রিকেট অপারেশন্সের সঙ্গে আলাপ করে চিন্তা করব আমাদের ক্রিকেটটাকে কীভাবে এগিয়ে নেয়া যায়।'

আসন্ন পাকিস্তান সিরিজ নিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘পাকিস্তান এরই মধ্যে আমাদের জানিয়েছে, তারা এফটিপির বাইরে একটি সফর করবে এবং বাংলাদেশে খেলতে আসবে। এটি বেশ ব্যস্ত সূচির মধ্যেই আয়োজন করা হতে পারে, সম্ভবত জুলাই মাসে। আমরা বিষয়টি নিশ্চিত করেছি, তবে চূড়ান্ত সিদ্ধান্ত হলে সংবাদমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।'