আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। প্রথম ম্যাচেই হার দিয়ে শুরু করেছে টাইগাররা। প্রথম ম্যাচে ৫ উইকেটে হার মানে বাংলাদেশ। আজ সিরিজের দ্বিতীয় ওয়ানডে। সিরিজে টিকে থাকতে হলে আজ জিততেই হবে বাংলাদেশকে। হারলেই এক ম্যাচ আগে সিরিজ নিশ্চিত হবে আফগানিস্তানের। ফলে সিরিজে সমতা ফেরানোর লক্ষ্য নিয়ে আজ সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির জায়েদ স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ ক্রিকেট দল। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি। প্রথম ওয়ানডের আগে নাঈম শেখ যেতে পারেননি আরব আমিরাতে। তবে দ্বিতীয় ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দিতে যাচ্ছেন তিনি। গতকাল রাতের ফ্লাইটে আমিরাত গেছেন নাঈম। আজ ভোরে যোগ দেবেন দলের সঙ্গে। দলের জন্য আপাতত স্বস্তির খবর। ওয়ানডেতে এখন পর্যন্ত আফগানিস্তানের বিপক্ষে ২০ ম্যাচ খেলে ১১টিতে জিতেছে বাংলাদেশ। ৯ ম্যাচ জিতেছে আফগানিস্তান। হার দিয়ে সিরিজ শুরু হলেও চিন্তার কোন কারণ দেখছেন না বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তিনি বলেন, ‘আমাদের সুযোগ ছিল। এখন আমাদের উন্নতি করার সুযোগ আছে। কারণ আমরা জানি এই ম্যাচে আমাদের কিছু ভুল হয়েছে এবং যত দ্রুত সম্ভব আগের ম্যাচ থেকে শিক্ষা নিতে হবে।’ প্রথম ম্যাচে আগে ব্যাট করতে নেমে টপ অর্ডারের ব্যর্থতায় ৫৩ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। এরপর চতুর্থ উইকেটে ১০১ রানের জুটি গড়েন তাওহিদ হৃদয় ও মিরাজ। হাফ-সেঞ্চুরির স্বাদ নিয়ে হৃদয়-মিরাজ আউট হলে ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। ৪৬ রানে শেষ ৬ উইকেট পতনে ৪৮.৫ ওভারে ২২১ রানে অলআউট হয় বাংলাদেশ। মিরাজ সর্বোচ্চ ৬০ ও হৃদয় ৫৬ রানে আউট হন। ২২২ রানের টার্গেট স্পর্শ করতে অসুবিধা হয়নি আফগানিস্তানের। ১৭ বল বাকী থাকতে জয়ের স্বাদ নেয় আফগানরা। ব্যাটাররা বড় ইনিংস খেলতে না পারায় প্রথম ম্যাচে ৪০ রান কম হয়েছে বলে মনে করেন অধিনায়ক মিরাজ। তবে পরের ম্যাচেই দল ঘুরে দাঁড়াবে বলে বিশ্বাস করেন টাইগার অধিনায়ক, ‘আমি আত্মবিশ্বাসী, পরের ম্যাচে দল ঘুরে দাঁড়াবে এবং ভাল করবে। আমরা এই উইকেটে ৪০ রান কম করেছি।’
ক্রিকেট
সিরিজ বাঁচাতে মাঠে নামবে বাংলাদেশ
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। প্রথম ম্যাচেই হার দিয়ে শুরু করেছে টাইগাররা। প্রথম ম্যাচে ৫ উইকেটে হার মানে বাংলাদেশ। আজ সিরিজের দ্বিতীয় ওয়ানডে। সিরিজে টিকে থাকতে হলে আজ জিততেই হবে বাংলাদেশকে। হারলেই এক ম্যাচ আগে সিরিজ নিশ্চিত হবে আফগানিস্তানের।