ভারত-পাকিস্তান উত্তেজনায় শঙ্কা তৈরি হয়েছিল। লিটন দাসদের সফরও সংশয়ে পড়েছিল। তবে বিসিবি দিয়েছে সবুজ সংকেত। পাকিস্তানের গণমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন গতকাল জানিয়েছে, নির্ধারিত সময়েই বসবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ। ২১ মে আমিরাত থেকে টাইগাররা পৌঁছাবে পাকিস্তানে। সূচি অনুযায়ী, দুইটি টি-টোয়েন্টি খেলতে বুধবার সকালে আমিরাতের উদ্দেশে রওনা হবে বাংলাদেশ দল। এরপর টাইগাররা পাকিস্তানের বিপক্ষে খেলবে পাঁচ টি-টোয়েন্টি। বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত করেই সিদ্ধান্ত নেয়া হবে। এই ব্যাপারে আলোচনা করতে শনিবার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বোর্ড ডিরেক্টররা বৈঠকও করেন। সোমবার এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, শঙ্কা কেটে গেছে।