টি-টোয়েন্টি বিশ্বকাপের কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। আগামী ফেব্রুয়ারি-মার্চে মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। ভারত ও শ্রীলংকার মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টের গতকাল সূচি ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে 'সি' গ্রুপে পড়েছে বাংলাদেশ। সি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের পাশাপাশি আইসিসির সহযোগী সদস্য নেপাল ও ইতালি। গ্রুপ পর্ব পেরিয়ে দুই দল জায়গা নেবে কোয়াটার ফাইনালে। পাকিস্তান সেমিফাইনাল কিংবা ফাইনালে উঠলে সেটা হবে কলম্বোয়। তারা বাদ পড়লে ৮ মার্চের ফাইনাল অনুষ্ঠিত হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। দুটি সেমিফাইনালের একটি মুম্বাইয়ে, অন্যটি কলকাতায়। পাকিস্তান নকআউটে উঠবে কি না তার ওপর নির্ভর করে ভেন্যু পরিবর্তন হতে পারে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল যাবে সুপার এইটে। সেখানে দুটি গ্রুপে ভাগ হয়ে লড়বে ৪টি করে দল। প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল উঠবে সেমিফাইনালে, এরপর হবে ফাইনাল। আগামী ৭ ফেব্রুয়ারি পর্দা উঠবে এবারের বিশ্বকাপের। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও নেদারল্যান্ডস। একই দিনে মাঠে নামবে বাংলাদেশও। ওয়েস্ট ইন্ডিইজের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে টাইগাররা।
বিশ্বকাপে বাংলাদেশ ম্যাচের সূচি-
৭ ফেব্রুয়ারিÑ ওয়েস্ট ইন্ডিজ, কলকাতা
৯ ফেব্রুয়ারিÑ ইতালি, কলকাতা
১৪ ফেব্রুয়ারিÑ ইংল্যান্ড, কলতাতা
১৭ ফেব্রুয়ারিÑ নেপাল, মুম্বাই
কোন গ্রুপে কোন দল
গ্রুপ ‘এ’Ñ ভারত,পাকিস্তান, নেদারল্যান্ডস, নামিবিয়া, যুক্তরাষ্ট্র
গ্রুপ ‘বি’Ñ অস্ট্রেলিয়া, শ্রীলংকা, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, ওমান
গ্রুপ ‘সি’Ñ বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নেপাল, ইতালি
গ্রুপ ‘ডি’Ñ সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, আফগানিস্তান, কানাডা, সংযুক্ত আরব আমিরাত।