বাংলাদেশ ‘এ’ দলকে বড় টার্গেট দিতে যাচ্ছে নিউজিল্যান্ড। চার দিনের ম্যাচে বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে ২০৪ রানের লিড নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছে নিউজিল্যান্ড ‘এ’ দল। দিনের খেলা শেষে দ্বিতীয় ইনিংসে কিউইদের স্কোরকার্ডে জমা পড়েছে ৫ উইকেটে ২১৬ রান। প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের ২৫৬ রানের জবাবে বাংলাদেশ করে ২৬৮ রান। এতে ১২ রানের লিড পায় নুরুল হাসান সোহানের দল। গতকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৮ উইকেটে ২৪৯ রান (নিজেদের প্রথম ইনিংস) নিয়ে দিনের খেলা শুরু করে বাংলাদেশ। বাকি ২ উইকেটে এদিন আরও ১৯ যোগ করে স্বাগতিকরা। এতে সোহানদের প্রথম ইনিংস শেষ হয় ২৬৮ রানে। ৮৮ বলে ১০৭ রান করেন সোহান। জবাব দিতে নেমে দ্বিতীয় ইনিংসের শুরুতেই ধাক্কা খায় নিউজিল্যান্ড। দলীয় ১০ দলের রানের মাথায় ওপেনার রাইস মারিউকে হারায় সফরকারীরা। ৬ বলে ৬ রান করে খালেদ আহমেদের বলে উইকেটের পেছনে মাহিদুল ইসলাম অংকনের হাতে ক্যাচ হন মারিউ। এরপর দ্বিতীয় উইকেটে বড় এক জুটি করে নিউজিল্যান্ডকে এগিয়ে দেন জো কার্টার এবং নিক কেলি। রিটায়ার্ড হার্ট হয়ে কিছুক্ষণ মাঠের বাইরে থাকেন কার্টার। দ্বিতীয়বারের মতো এই কিউই অধিনায়ক ফেরার আগ পর্যন্ত মাত্র ১২ রানের ব্যবধানে আরও ৩ উইকেট দখল করে বাংলাদেশ। সবগুলো শিকারই ধরেন পেসার হাসান মুরাদ।
দ্রুত ৩ উইকেটের পতন হলেও এক প্রান্ত আগলে রাখেন কেলি। রিটায়ার্ড হার্ট থেকে ফিরে এসে কার্টারের সঙ্গে পঞ্চম উইকেটে আবারও জুটি করেন তিনি। এরপর হাঁকান ফিফটি। ১৩৮ বলে ৫৮ রান করে আউট হন কার্টার। তবে দৃঢ়তার সঙ্গে ব্যাট করে যান কেলি। ফিফটির পর সেঞ্চুরিও হাঁকিয়ে ফেলেন। তার ব্যাটে চড়েই দিন শেষ করে নিউজিল্যান্ড। ১৯৬ বলে ১১৭ রান করে অপরাজিত আছেন কেলি। তার সঙ্গী মিচেল হে খেলছেন ৫৬ বলে ১১ রান নিয়ে।