নারী টি-২০ বিশ্বকাপ বাছাইয়ের সূচি ঘোষণা করেছে আইসিসি। বাছাইয়ে ১০টি দলকে দুই ভাগে ভাগ করা হয়েছে, বাংলাদেশ আছে ‘এ’ গ্রুপে। তাদের গ্রুপ সঙ্গী আয়ারল্যান্ড, পাপুয়া নিউগিনি, নামিবিয়া ও যুক্তরাষ্ট্র। বাছাই পর্বের খেলাগুলো নেপালের দুটি ক্রিকেট ভেন্যু মুলপানি আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ড ও কীর্তিপুরের ত্রিভুবন ইউনিভার্সিটি মাঠে অনুষ্ঠিত হবে। মুলপানিতে ১৮ জানুয়ারি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের ম্যাচ দিয়ে শুরু হবে ‘এ’ গ্রুপের বাছাইপর্ব। বাছাই পর্বের খেলাগুলো শেষ হবে ১ ফেব্রুয়ারী। টাইগ্রেসরা এরপর যথাক্রমে পাপুয়া নিউগিনি, নামিবিয়া ও আয়ারল্যান্ডের মুখোমুখি হবে। এই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে ২০, ২২ ও ২৪ জানুয়ারি। ‘বি’ গ্রুপের ৫টি দল হলো-নেপাল, নেদারল্যান্ডস, স্কটল্যান্ড, থাইল্যান্ড ও জিম্বাবুয়ে। গ্রুপপর্বে প্রতিটি দলের ৪টি করে ম্যাচ শেষে অনুষ্ঠিত হবে সুপার সিক্স পর্ব। সেখান থেকে মোট ৪টি দল জুন-জুলাইয়ের বিশ্বকাপে সুযোগ পাবে।বাছাইপর্বের আগে প্র¯‘তির অংশ হিসেবে বাংলাদেশ ওয়ার্মআপ ম্যাচ খেলবে নেদারল্যান্ডস ও থাইল্যান্ডের বিপক্ষে। নেদারল্যান্ডস ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৪ জানুয়ারি, থাইল্যান্ডের বিপক্ষে ১৬ জানুয়ারি।

উল্লেখ্য টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ১২ দল নিয়ে। এরইমধ্যে ৮ দল নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করেছে। তারা হলো স্বাগতিক ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও শ্রীলঙ্কা। ইংল্যান্ড সুযোগ পেয়েছে স্বাগতিক হিসেবে, পরের ৫ দল গত বিশ্বকাপের পারফরম্যান্স দিয়ে। পাকিস্তান ও শ্রীলঙ্কা মূলপর্বের টিকিট পেয়েছে র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে। এদিকে নেপালে অনুষ্ঠিতব্য ২০২৬ নারী বিশ্বকাপ বাছাইয়ের জন্য বৃহস্পতিবার ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিয়মিত অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বেই টুর্নামেন্টে খেলতে যাচ্ছে টাইগ্রেসরা। দলে চমক হিসেবে আছেন উইকেটরক্ষক ব্যাটার জুয়াইরিয়া ফেরদৌস। আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত খেলার সুযোগ হয়নি জুয়াইরিয়ার। অর্থাৎ এই টুর্নামেন্ট দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখতে যাচ্ছেন তিনি। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দলের হয়ে সর্বশেষ বিশ্বকাপে প্রতিনিধিত্ব করেছেন জুয়াইরিয়া। সেখানে ৬ ম্যাচ খেলে ৭০ রান করেছেন তিনি। নিয়মিত ক্রিকেটারদের প্রায় সবাই-ই আছেন দলে। মূল দলের বাইরে ৫ জন খেলোয়াড়কে রাখা হয়েছে স্ট্যান্ডবাই হিসেবে। আগামী ১৮ জানুয়ারি থেকে শুরু হয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই চলবে ১ ফেব্রুয়ারি পর্যন্ত। ১০ দলের এই টুর্নামেন্টে বাংলাদেশ দল খেলবে ‘এ’ গ্রুপে। যেখানে প্রতিপক্ষ দলগুলো হচ্ছে-যুক্তরাষ্ট্র,পাপুয়া নিউগিনি, নামিবিয়া ও আয়ারল্যান্ড।

বাংলাদেশ দল : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, সোবহানা মুস্তারি, ফারজানা হক, শারমিন আক্তার সুপ্তা, দিলারা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস, রিতু মনি, ফাহিমা খাতুন, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা ও সুলতানা খাতুন।

বাছাই পর্বে বাংলাদেশের চার ম্যাচের সূচি

তারিখ দল ভেন্যু

১৮ জানুয়ারি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র আপার মুলপানি

২০ জানুয়ারি বাংলাদেশ-পাপুয়া নিউ গিনি ত্রিভুবন বিশ্ববিদ্যালয়

২২ জানুয়ারি বাংলাদেশ-নামিবিয়া ত্রিভুবন বিশ্ববিদ্যালয়

২৪ জানুয়ারি বাংলাদেশ-আয়ারল্যান্ড আপার মুলপানি