আসন্ন ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে খেলতে বর্তমানে পাকিস্তানে অবস্থান করছে বাংলাদেশ দল। এর আগে দু’টি অনুশীলন ম্যাচ পাচ্ছে বাংলাদেশ, যার প্রথমটিতে রোববার জয় তুলে নিয়েছে টাইগ্রেসরা। স্কটল্যান্ডকে পাঁচ উইকেটে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।

লাহোরের এলসিসি গ্রাউন্ডে আগে ব্যাট করে নির্ধারিত ওভারে ৭ উইকেটে ২৫১ রান সংগ্রহ করে স্কটিশ মেয়েরা। রান তাড়ায় ৪১.৩ ওভারেই ৫ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় লাল সবুজের প্রতিনিধিরা। প্রথমে ব্যাট করতে নেমে স্কটল্যান্ডের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ৫৮ রান করেন সারাহ ব্রাইস। ডারসি কার্টার ও ক্যাথেরিন ফ্রেজার করেন যথাক্রমে ৫৫ ও ৫২* রান। বাংলাদেশের হয়ে ২২ রান খরচে ২ উইকেট নেন রিতু মনি। রান তাড়ায় নেমে ব্যক্তিগত সর্বোচ্চ ৫৭ রান করে অপরাজিত থাকেন সোবহানা মোস্তারি।

ফারজানা হক পিংকির ব্যাট থেকে আসে দ্বিতীয় ব্যক্তিগত সর্বোচ্চ ৪৮ রান। স্কটল্যান্ডের হয়ে ৩৩ রান দিয়ে ২ উইকেট নেন ক্লো অ্যাবেল।গাদ্দাফি স্টেডিয়ামে আগামী ৯ই এপ্রিল পাকিস্তান-আয়ারল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হবে বাছাইপর্ব। পরদিন এলসিসি গ্রাউন্ডে বাংলাদেশ খেলবে থাইল্যান্ডের বিপক্ষে।