হঠাৎ করেই একটি ফ্র্যাঞ্চাইজি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল। এবারের বিপিএল হবে ৬ দলের। নতুন দল নোয়াখালী। এই দলটিকে দেয়া হচ্ছে দেশ ট্রাভেলসকে। প্রথম বিভাগ লিগ স্থগিত হওয়ার কারণে বেশি ক্রিকেটারকে খেলাতেই দল বাড়ানো হচ্ছে বলে দাবি করেছেন গভর্নিং কাউন্সিল কর্মকর্তার। এক সপ্তাহেরও কম সময় বাকি থাকলেও এখনও চূড়ান্ত হয়নি অনেককিছু। একের পর এক সভা করে যাচ্ছে গভর্নিং কাউন্সিল। সময় কম হলেও ৬ দল নিয়ে দ্বাদশ আসর করতে চায় ক্রিকেট বোর্ড। আগের পাঁচ দলের সঙ্গে যুক্ত হচ্ছে নোয়াখালী। রাজশাহীর জন্য ফ্র্যাঞ্চাইজি চেয়ে ব্যর্থ হওয়া দেশ ট্রাভেলসের কপাল খুলেছে। তবে এত অল্প সময়ে তারা কিভাবে দল গোছাবে সেটাই বড় প্রশ্ন। অন্যরা যখন সরাসরি চুক্তিতে বেশকিছু ক্রিকেটারকে দলে নিয়েছে। দল বাড়ানোর সিদ্ধান্ত নেয়ার পেছনে ক্রিকেটারদের চাওয়াকে প্রাধান্য দেয়ার কথা বলছে গভর্নিং কাউন্সিল। বিদ্রোহী ক্লাবগুলোর বয়কটে প্রথম বিভাগ ক্রিকেট লিগ স্থগিত অনির্দিষ্টাকালের জন্য। ২৯ নভেম্বর ক্লাব কর্তাদের চা চক্রের আমন্ত্রণ জানিয়েছে ক্রিকেট বোর্ড ও কোয়াব। সেখানেও বিদ্রোহীরা অংশ নেবে না বলে শোনা যাচ্ছে। এমন অনিশ্চয়তার মধ্যে বেশিরভাগ ক্রিকেটারকে খেলার সুযোগ করতেই দল বাড়ানো হচ্ছে বলে দাবি বোর্ড কর্তারদের। প্রত্যাশিত ব্যাংক গ্যারান্টি বুঝে এখনও পায়নি ক্রিকেট বোর্ড। নিলামের জন্য ক্রিকেটারদের তালিকা এখনো পাঠানো হয়নি ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে।