আগামী ২১ ডিসেম্বর শুরু হবে বিগ ব্যাশ লিগের ১৫তম আসর। ২০২৬ সালের ২৫ জানুয়ারি ফাইনালের মাধ্যমে পর্দা নামবে এই আসরের। টুর্নামেন্টে প্রতিযোগিতা করবে ৮টি দল। লিগের বর্তমান চ্যাম্পিয়ন রিশাদের দল হোবার্ট। অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে আবারও দল পেয়েছেন রিশাদ হোসেন। এবারও তাকে দলে নিয়েছে হোবার্ট হারিকেন্স। বিগ ব্যাশ ড্রাফট ২০২৫ (রাউন্ড-২) থেকে ১৩ নম্বর পিক হিসেবে লেগস্পিনারকে দলে ভিড়িয়েছে দলটি। বিগ ব্যাশের সর্বশেষ মৌসুমেও (২০২৪-২০২৫) হোবার্টের স্কোয়াডে ছিলেন রিশাদ। কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ব্যস্ততার কারণে ওই মৌসুমে খেলা হয়নি টাইগার লেগস্পিনারের। তবে সবকিছু ঠিক থাকলে আগামী ২০২৫-২০২৬ মৌসুমে হোবার্টের হয়ে খেলবেন রিশাদ। সেবার রিশাদকে ছাড়াই চ্যাম্পিয়ন হয়েছিল হোবার্ট হারিকেন্স। টাইগার স্পিন অলরাউন্ডার আগের মৌসুমে খেলতে না পারলেও আসন্ন মৌসুমে আবারও সুযোগ পাচ্ছেন বিগ ব্যাশ মাতানোর। গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অফিশিয়াল ফেসবুক পেইজে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে ফ্রাঞ্চাইজিটি। এবার যদি রিশাদ বিসিবি থেকে এনওসি পায়, তাহলে প্রথমবারের মতো বিগ ব্যাশে খেলবেন এই টাইগার লেগ স্পিনার। অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশ। এই টুর্নামেন্টে একমাত্র বাংলাদেশি হিসেবে খেলেছেন সাকিব আল হাসান। সাবেক টাইগার বিশ্বসেরা অলরাউন্ডার অ্যাডিলেড স্ট্রাইকার্স এবং মেলবোর্ন রেনেগেডসে খেলেছিলেন। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে বল হাতে আলো ছড়িয়ে দারুণ সুনাম কুড়ান রিশাদ। এর পর থেকেই ডাক আসতে থাকে নানা দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ থেকে। সর্বশেষ পিএসএলের চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্সের হয়ে বল হাতে নিজের ভেলকি দেখিয়েছেন রিশাদ।