ঢাকা ক্যাপিটালস ড্রাফটের আগে সরাসরি চুক্তিতে বাংলাদেশের তারকা পেসার তাসকিন আহমেদকে দলে নিয়েছে। গত আসরে দুর্বার রাজশাহী রঙিন জার্সিতে খেলা ডানহাতি পেসার তৃতীয়বারের মতো ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলবেন। বিপিএলে তার রেকর্ড যথেষ্ট শক্তিশালী, সাতটি দলের হয়ে ৯০ ম্যাচে ১২৭ উইকেট নেন তাসকিন। গত আসরে রাজশাহীর হয়ে ১২ ম্যাচে তিনি ২৫ উইকেট নিয়েছেন, যেখানে একটি ম্যাচে মাত্র ১৯ রানে ৭ উইকেট নিয়েছিলেন।
ঢাকা ক্যাপিটালসের মালিকানা সম্প্রতি রিমার্ক হারল্যান কিনেছেন। দলগুলো নাম পরিবর্তনের পরও এবারও ঢাকা ক্যাপিটালস নামেই খেলবে। মালিকানা পেয়ে দল ইতোমধ্যে খেলোয়াড় নির্বাচনে ব্যস্ত সময় কাটাচ্ছে। ড্রাফটের বাইরে তাসকিনকে প্রথম ক্রিকেটার হিসেবে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। গত আসরে ঢাকার হয়ে খেলেছিলেন তানজিদ হাসান তামিম, লিটন দাস, মুস্তাফিজুর রহমান, সাব্বির রহমানরা। তবে পুরো টুর্নামেন্টে দল কাঙ্ক্ষিত ফল করতে পারেনি। এবার নতুন প্রস্তুতি ও তাসকিনের সঙ্গে আগের ছন্দ ধরে রাখার প্রত্যাশায় ঢাকার ক্রীড়াপ্রেমীরা।
এর আগে প্রকাশিত ফ্র্যাঞ্চাইজিদের মালিকানার ভিত্তিতে এবার রংপুর রাইডার্সের মালিকানা পেয়েছে বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস, চট্টগ্রাম পেয়েছে ট্রায়াঙ্গাল সার্ভিস, নাবিল গ্রুপ পেয়েছে রাজশাহী, সিলেটের মালিক হয়েছে ক্রিকেট উইথ সামি এবং ঢাকা ফ্র্যাঞ্চাইজির মালিকানা পেয়েছে চ্যাম্পিয়ন স্পোর্টস। গত মৌসুমের রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস নাম অপরিবর্তিত থাকলেও পরিবর্তন এসেছে চট্টগ্রাম, সিলেট ও রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি ব্র্যান্ডিংয়ে। চট্টগ্রামের নাম চট্টগ্রাম রয়্যালস, সিলেট খেলবে সিলেট টাইটান্স ও রাজশাহী অংশ নেবে রাজশাহী ওয়ারিয়র্স নামে। আগামী ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট। দলগুলোকে নিয়ে প্রস্তুতি কাজও চলছে জোরেশোরে বলে জানিয়েছে বিসিবি। দীর্ঘদিন ছয় ও সাত দলের ফরম্যাটে অভ্যস্ত বিপিএল এবার পাঁচ ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে আয়োজিত হবে এমন সিদ্ধান্ত আগেই জানিয়েছিল বিসিবি।