ব্যস্ত সূচির মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। ২০২৬ আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ সামনে রেখে যুবাদের এই ব্যস্ততা। দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সফরের পর এবার বাংলাদেশি যুবাদের গন্তব্য ইংল্যান্ড। আজিজুল হাকিম তামিম ও জাওয়াদ আবরারের নেতৃত্বে আগামী সেপ্টেম্বর মাসে দুই সপ্তাহের সফরে ইংল্যান্ডে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। ইতোমধ্যে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে বাংলাদেশ। এরপর জিম্বাবুয়েতে দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ ও স্বাগতিকদের নিয়ে খেলবে ত্রিদেশীয় সিরিজ। ওই সিরিজ খেলে সরাসরি ইংল্যান্ড যাবে তারা। সফরের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ৫ সেপ্টেম্বর লাফবোরোর হাসলেগ্রেভ গ্রাউন্ডে। দ্বিতীয় ম্যাচও একই মাঠে, ৭ সেপ্টেম্বর। এরপর ১০ সেপ্টেম্বর তৃতীয় ম্যাচে ব্রিস্টলের সিট ইউনিক গ্রাউন্ডে মুখোমুখি হবে দুই দল। সিরিজের শেষ দুটি ম্যাচ হবে ১২ ও ১৪ সেপ্টেম্বর লন্ডনের বেকেনহামে অবস্থিত কেন্ট কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে।
ক্রিকেট
সিরিজ খেলতে ইংল্যান্ড যাবে বাংলাদেশের যুব ক্রিকেট দল
ব্যস্ত সূচির মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। ২০২৬ আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ সামনে রেখে যুবাদের এই ব্যস্ততা।