এশিয়া কাপে ভারতকে ট্রফি না দেয়ার কারণে নিজ দেশে সম্মানিত হতে যাচ্ছেন মহসিন নাকভি। ‘নৈতিক ও সাহসী’ পদক্ষেপের কারণে ‘শহীদ জুলফিকার আলী ভুট্টো এক্সিলেন্স গোল্ড মেডেল’ পাচ্ছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) প্রধান নাকভি। দেশটির দৈনিক পত্রিকা দ্য ন্যাশনের খবর অনুযায়ী, নাকভিকে এ সম্মাননা জানানোর ঘোষণা দিয়েছেন সিন্ধ ও করাচি বাস্কেটবল অ্যাসোসিয়েশনের প্রধান গুলাম আব্বাস জামাল।

এশিয়া কাপ ফাইনালের পর ম্যাচ-পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নাকভির থেকে ট্রফি গ্রহণ করতে অস্বীকার করেন ভারতীয় ক্রিকেটাররা। এর প্রতিক্রিয়ায় তিনি ট্রফিটি নিজের কাছেই রেখে দেন এবং পরে সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, ভারতীয় দল সত্যিই ট্রফিটি চাইলে তারা এসিসি সদর দপ্তরে এসে সেটি সংগ্রহ করতে পারে। এ সিদ্ধান্তের কারণে ক্রিকেটের সীমানা ছাড়িয়ে দেশবাসীর মাথা উঁচু করে দিয়েছেন বলে দাবি করেন গুলাম আব্বাস জামাল।

তিনি বলেন, ‘এটি স্রেফ ক্রিকেটের বিষয় নয়। এটি মর্যাদা, সার্বভৌমত্ব ও চাপের কাছে মাথা নত না করার ব্যাপার।’ এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে করাচিতে নাকভিকে এ স্বর্নপদক দেয়া হবে। এ কারণে একটি বিশেষ কমিটিও গঠিত হয়েছে, যার প্রধান হিসেবে থাকবেন সিন্ধ বাস্কেটবল অ্যাসোসিয়েশনের প্রধান খালিদ জামিল শামসি এবং সদস্য সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন করাচির কমিশনার ও ডিরেক্টর স্পোর্টস গুলাম মুহাম্মদ খান।। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে নাকভিকে এ স্বর্নপদক প্রদান করবেন পাকিস্তানের পিপলস পার্টির প্রধান বিলাওয়াল ভুট্টো জারদারি।