ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা দশম টেস্ট সিরিজ জিতে দক্ষিণ আফ্রিকার বিশ্ব রেকর্ড স্পর্শ করল ভারত। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই টানা দশবার টেস্ট সিরিজ জয়ের রেকর্ড আছে প্রোটিয়াদেরও। টেস্ট ইতিহাসে কোন দলের বিপক্ষে টানা সবচেয়ে বেশি সিরিজ জয়ের বিশ্ব রেকর্ডের মালিক এখন যৌথভাবে ভারত ও দক্ষিণ আফ্রিকা। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে হারায় টিম ইন্ডিয়া। প্রথম টেস্ট ইনিংস ও ১৪০ রানে জিতেছিল ভারত। ফলে দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতল শুভমান গিলের দল। অধিনায়ক হিসেবে এই প্রথম সিরিজ জিতলেন গিল। দিল্লিতে টেস্টে চতুর্থ দিন শেষে জয়ের সুবাস পাচ্ছিল ভারত। ২০০২ সালে শেষবার ওয়েস্ট ইন্ডিজের কাছে হারের পর, এই নিয়ে টানা ১০টি টেস্ট সিরিজ জিতলো ভারতীয় দল। এর আগে কেবল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই ১৯৯৮ থেকে ২০২৪ সালের মধ্যে টানা ১০টি সিরিজ জিতে এই রেকর্ড গড়েছিল দক্ষিণ আফ্রিকা। শুভমান গিলের নেতৃত্বে ঘরের মাঠে এটিই ছিল ভারতের প্রথম টেস্ট সিরিজ। আর অধিনায়ক হিসেবে নিজের প্রথম পরীক্ষাতেই তিনি শতভাগ সফল। এই ২-০ ব্যবধানের সিরিজ জয়টি টেস্টের দীর্ঘতম ফরম্যাটে অধিনায়ক হিসেবে গিলের প্রথম সিরিজ জয় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। এর আগে তার নেতৃত্বে ইংল্যান্ড সফরে ভারত ২-২ ব্যবধানে সিরিজ ড্র করেছিল।
ক্রিকেট
সিরিজ জিতে বিশ্ব রেকর্ড স্পর্শ করল ভারত
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা দশম টেস্ট সিরিজ জিতে দক্ষিণ আফ্রিকার বিশ্ব রেকর্ড স্পর্শ করল ভারত। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই টানা দশবার টেস্ট সিরিজ জয়ের রেকর্ড আছে প্রোটিয়াদেরও।