DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

ক্রিকেট

ভারতকে হারানো অসম্ভব মনে করি না--------শান্ত

চ্যাম্পিয়ন্স ট্রফিতে আজ মাঠে নামছে বাংলাদেশ। প্রতিপক্ষ শক্তিশালী ভারত। ভারতের বিপক্ষে আজ নিজেদের প্রথম ম্যাচে দুবাইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ। ২০১৭ সালে হওয়া সর্বশেষ আসরের সেমি ফাইনালে বাংলাদেশ হেরেছিল ভারতের কাছেই।

স্পোর্টস ডেস্ক
Printed Edition

চ্যাম্পিয়ন্স ট্রফিতে আজ মাঠে নামছে বাংলাদেশ। প্রতিপক্ষ শক্তিশালী ভারত। ভারতের বিপক্ষে আজ নিজেদের প্রথম ম্যাচে দুবাইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ। ২০১৭ সালে হওয়া সর্বশেষ আসরের সেমি ফাইনালে বাংলাদেশ হেরেছিল ভারতের কাছেই। তবে আজ ভারতের বিপক্ষে জয়ের জন্যই মাঠে নামবে টাইগাররা। ভারতের সঙ্গে বাংলাদেশের শক্তিতে পার্থক্য থাকলেও সেদিকে নজর দিচ্ছেন না অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে গতকাল সংবাদ সম্মেলনে কথা বলেন এই অধিনায়ক। দেশে থাকতে বলা কথাগুলোর পুনরাবৃত্তিই করেছেন শান্ত। তিনি জানান, প্রতিপক্ষ ভারতকে নিয়ে ভাবছে না বাংলাদেশ। দল হয়ে খেললে যে কাউকে হারানো সম্ভব। শান্ত বলেন, ‘এই সংস্করণে আমাদের দলটা ব্যালান্সড। আমরা বিশ্বাস করি, এই টুর্নামেন্টে আমরা যে কোনো দলকে হারাতে পারি। সব দলই শিরোপা জয়ের সামর্থ্য রাখে। আর আমি এমন কেউ নই যে প্রতিপক্ষ নিয়ে খুব বেশি ভাবি। নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে আমরা যে কোনো দিন যে কোনো দলকে হারাতে পারি।’ ভারতের বিপক্ষে খেলার আগে শান্ত অবশ্য ২০২২ সালের সিরিজ জয়ের কথা টেনেছেন। যদিও পরক্ষণে জানালেন সেটা অতীত। ভারতের বিপক্ষে ম্যাচে অবশ্য পরিকল্পনা বাস্তবায়ন করার কথাতেই জোর দিচ্ছেন টাইগার অধিনায়ক। তিনি বলছিলেন, ‘আপনি যদি খেয়াল করেন তাহলে ৮টি দলই ভালো মানের। ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ডের সঙ্গে ভালো স্মৃতি আছে, সাম্প্রতিক সময়ে আমরা বেশ কিছু ম্যাচও জিতেছি। গত বছর (আসলে ২০২২) ভারতের বিপক্ষে দেশের মাটিতে ভালো স্মৃতি আছে। কিন্তু সেটা এখন অতীত। আগামীকাল (আজ) যদি ভালো খেলতে পারি আর পরিকল্পনা বাস্তবায়ন করতে পারি, তাহলে ভালো একটা ম্যাচ হবে।’ উইকেট ও কন্ডিশন নিয়ে শান্ত বলেন, ‘আমাদের (দুই ভেন্যুতেই) মানিয়ে নিতে হবে। এই উইকেট এত হাই স্কোরিং নয় পাকিস্তানের তুলনায়। পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে টেস্ট খেলেছি, অনুমান করতে পারি উইকেট কেমন হবে। যেখানেই খেলি উইকেট মানিয়ে নিয়ে খেলতে হবে। উইকেটকে কঠিন কিছু ভাবতে চাই না। ছেলেরা দুই ভেন্যুতেই ভালো করতে মরিয়া। যেখানেই খেলি অনেক সমর্থক আসেন। হারি বা জিতি। দর্শকরা খেলার অংশ। আশা করি কালও আসবেন, আমাদের সমর্থন করবেন।’ভারতের জাসপ্রীত বুমরাহ না থাকা নিয়ে শান্ত বলেন, ‘নির্দিষ্ট কাউকে নিয়ে আমি ভাবছি না। তাদের অনেক মানসম্পন্ন খেলোয়াড় আছে।' ভারত-বাংলাদেশ ম্যাচ মানেই যেন বাড়তি কিছু। মাঠের লড়াই শুরুর আগে শুরু হয়ে যায় কথার লড়াই। ক্রিকেট বোদ্ধা থেকে শুরু করে ভক্ত; উত্তেজনার পারদ উঠতে থাকে উঁচুতে। বাংলাদেশ-ভারত ম্যাচের উত্তেজনার কথা স্বীকার করলেও শান্ত জানিয়েছেন সব ক্রিকেটারের মনোযোগ থাকে মাঠে,‘অবশ্যই ভারত-বাংলাদেশ ম্যাচ নিয়ে উত্তেজনা থাকে। আমার মনে হয় প্লেয়াররা এটা নিয়ে খুব বেশি চিন্তা করে না। প্লেয়াররা তাদের পরিকল্পনা কিভাবে বাস্তাবায়ন করবে এটা নিয়ে বেশি ফোকাস থাকে। মাঠে যত শান্ত থাকা যায় এটা নিয়ে চিন্তা করে সবাই।” দুবাইয়ের ভেন্যু দুই দলের কাছেই পরিচিত। কন্ডিশনও প্রায় একই। তবে শক্তি বিবেচনায় নিলে ভারত এগিয়ে সব দিক থেকেই। তবুও এই ম্যাচে কি আশা করছে বাংলাদেশ? এমন প্রশ্নের উত্তরে শান্ত ছিলেন আত্মবিশ্বাসী, ‘আমি মনে করি ব্যাটিং-বোলিং-ফিল্ডিং সব বিভাগে ভালো খেলতে হবে। এই সংস্করণে আমরা সবশেষ কয়েকবছর যেভাবে খেলে আসছি, আমি মনে করি আমরা ভালো দল। কন্ডিশন একই আছে, আমরা তৈরি আছি, আগামীকাল ম্যাচে ভালো কিছুর জন্য আশা করছি।’ সবশেষ ভারত সফরে নাহিদ রানা ছিলেন আলোচনার কেন্দ্রে। গতির ঝড় তুলে খাবি খাইয়েছেন বিরাট কোহলি-রোহিত শর্মাদের। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় টুর্নামেন্টে মাঠে নামার আগেই আলোচনায় রানা। শান্তও মনে করেন এই পেসারের উপর বাড়তি নজর থাকার কথা। শান্তু বলেন, ‘রানা অবশ্য যে রকম বোলিং করছে ওর ওপর একটু বাড়তি নজর থাকবেই। কিন্তু ওকে দেখে কখনো মনে হচ্ছে না যে ও প্রেসারে আছে, ও নরমাল আছে। ঠিকমতো অনুশীলন করে যাচ্ছে, কালকে যদি ওর খেলার সুযোগ হয় তাহলে অবশ্যই সেরাটা দেবে আমি বিশ্বাস করি।’ দেশে থাকতে সাকিব প্রসঙ্গে প্রশ্ন করায় অনেকটা বিরক্ত হয়ে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন নাজমুল হাসান শান্ত। তবে রেহাই পাননি। সংবাদ সম্মেলনে শান্তকে প্রশ্ন করা হয়, চ্যাম্পিয়নস ট্রফিতে সাকিবের না থাকাটা কি বাংলাদেশের পক্ষে চিন্তার কারণ? বাংলাদেশ অধিনায়কে উত্তরে জানায়, ‘জ্বি না। ’