শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্টে দুই সেঞ্চুরিতে প্রথম দুই দিন ভালোই কাটিয়েছে বাংলাদেশ। ৯ উইকেটে বাংলাদেশ ৪৬৩ রান করে দ্বিতীয় দিন শেষ করেছে। বাংলাদেশের পক্ষে সেঞ্চরি করেছেন মুশফিকর রহীম আর নাজমুল হোসেন শান্ত। মুশফিক ১৬৩ রান করে আউট হলেও মাত্র ২ রানের জন্য ১৫০ রানের মাইলফলক স্পর্শ করতে পারলেন না এই বাঁহাতি ব্যাটার। ১৫০ রানের মাইলফলক ছোঁয়ার আকুলতা নিয়ে গল টেস্টের দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমেছিলেন নাজমুল হোসেন শান্ত। প্রথম দিনের ১৩৬ রান থেকে দেখেশুনে খেলছিলেন তিনি। মনে হচ্ছিল বুঝি এবারও বড় ইনিংস আসছে। কিন্তু ভাগ্য সহায় হলো না। গতকাল দ্বিতীয় দিনের সপ্তম ওভারে শ্রীলংকার পেসার আসিথা ফার্নান্দোর বলে ড্রাইভ করতে গিয়ে শর্টটি ভালো খেলতে পারেননি শান্ত। ফলস্বরূপ, মিডঅফে অ্যাঞ্জেলো ম্যাথিউজের হাতে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ১৪৮ রানে সাজঘরে ফেরেন তিনি। ২৭৯ বলে সাজানো এই দারুণ ইনিংসটি থামার সঙ্গে সঙ্গেই ভেঙে যায় চতুর্থ উইকেটে মুশফিকের সঙ্গে ২৬৪ রানের অনবদ্য জুটি। এর আগে অবশ্য টেস্ট ক্যারিয়ারে একবার ১৫০ রানের মাইলফলক স্পর্শ করার অভিজ্ঞতা আছে শান্তর। সেটিও শ্রীলংকার বিপক্ষেই ২০২১ সালে পাল্লেকেলেতে নিজের সপ্তম টেস্টে তিনি ১৬৯ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেছিলেন। এবার ১৫০ থেকে মাত্র ২ রান দূরে থেমে যাওয়ায় শান্তর পাশাপাশি বাংলাদেশের সমর্থকদের মাঝেও কিছুটা আক্ষেপ রয়ে গেল। দিনের শুরু থেকেই খানিক আত্মবিশ্বাসের ঘাটতি ছিল অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কাছে। তবু আগেরদিনের ফর্মটাকে জিইয়ে রেখেছিলেন। দ্বিতীয় দিনে সকালের সেশনে হালকা সুইং ছিল শ্রীলঙ্কান পেসার আসিথা ফার্নান্দোর বলে। বিপদটাও ডেকেছেন তিনিই। খানিক আগেই আসিথার বলে ছিল এলবিডব্লিউর আবেদন। তাতে আম্পায়ার সাড়াও দেন। কিন্তু রিভিউতে বেঁচে যান শান্ত। প্যাডে লাগার আগে বল স্পর্শ করেছিল শান্তর ব্যাট। সেই সুবাদেই টিকে যান তিনি। কিন্তু দ্বিতীয়বার পাওয়া জীবনটা কাজে লাগানো হয়নি। ড্যাডি সেঞ্চুরি থেকে মাত্র ২ রান দূরে থাকতেই আউট হন বাংলাদেশ অধিনায়ক। আসিথার ফুল লেন্থের বলটাকে সামনে ঠেলে দিতে চেয়েছিলেন। তবে ব্যাটের ফেইসে লেগে তা চলে যায় মিড অনের দিকে। সামনে ঝাঁপিয়ে দারুণ এক ক্যাচ নেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। ১৪৮ রানে থামতে হয় শান্তকে। ভাঙে মুশফিকুর রহিমের সঙ্গে তার ২৬৪ রানের জুটি। এই আউটের পর শ্রীলঙ্কায় বাংলাদেশের সর্বোচ্চ পার্টনারশিপ এবং চতুর্থ উইকেটে দেশের হয়ে সর্বোচ্চ পার্টনারশিপের রেকর্ডও আক্ষত থাকছে।