গত মার্চে হঠাৎ করেই টেস্ট ও টি-টোয়েন্টি সংস্করণের দুই অধিনায়কের একজন পদত্যাগ এবং অপরজনকে সরিয়ে দেয় ওয়েস্ট ইন্ডিজ। বিশেষ করে টি-টোয়েন্টির নেতৃত্ব থেকে রভম্যান পাওয়েলকে সরিয়ে দেয়া নিয়ে সমালোচনাও হয়েছিল। পরবর্তীতে তার জায়গায় ওয়ানডের পাশাপাশি টি-টোয়েন্টিতেও অধিনায়কত্ব দেয়া হয় শাই হোপকে। আর টেস্টে ক্যারিবীয়দের নেতৃত্বভার দেয়া হয়েছে ফরম্যাটটিতে ২ বছর না খেলা অলরাউন্ডার রোস্টন চেজকে। এর আগে ওয়েস্ট ইন্ডিজের হয়ে একটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব করেছেন চেজ। কিন্তু মাঝে ১৩টি টেস্টের স্কোয়াডে না থাকা এই তারকাকেই লাল বলের ফরম্যাটের দায়িত্ব দেয়া হলো। একইসঙ্গে টেস্টে তার সহকারী অধিনায়ক করা হয়েছে স্পিনার জোমেল ওয়ারিকানকে।
ক্রিকেট
ও: ইন্ডিজের টেস্ট অধিনায়ক রোস্টন
গত মার্চে হঠাৎ করেই টেস্ট ও টি-টোয়েন্টি সংস্করণের দুই অধিনায়কের একজন পদত্যাগ এবং অপরজনকে সরিয়ে দেয় ওয়েস্ট ইন্ডিজ।