অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য শেষ হওয়া পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পরও আত্মবিশ্বাস হারাননি ওয়েস্ট ইন্ডিজের সাদা বলের অধিনায়ক শাই হোপ। আজ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের লডারহিলে শুরু হতে যাওয়া পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।মাত্র তিন দিনের বিরতিতে পরবর্তী সিরিজ খেলতে নামছে ওয়েস্ট ইন্ডিজ। এই অল্প সময়েই দলের মনোযোগ ফেরাতে চান হোপ। অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচে তিন উইকেটে হারার পর তিনি বলেন, ‘এই সিরিজটা আমাদের ঝেড়ে ফেলতে হবে। সময় খুবই কম, আমাদের মনোযোগ এখন পাকিস্তান সিরিজে। আমরা পরিকল্পনা করে রেখেছি এবং এখন দরকার কঠোরভাবে তা বাস্তবায়নের। আমি বারবার বলেছি, বাস্তবায়নই আসল। যদি তা ঠিকভাবে করতে পারি, তাহলে নিশ্চিতভাবেই সিরিজ জিতব।’ অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যর্থতার প্রসঙ্গে হোপ বলেন, দল কোনো ম্যাচেই পূর্ণাঙ্গ পারফরম্যান্স দিতে পারেনি। তিনি বলেন, ‘আমরা কখনও ব্যাটিংয়ে ভালো শুরু করলেও শেষটা ভালো করতে পারিনি, আবার কখনও উল্টোটা হয়েছে। এমন শক্তিশালী দলের বিপক্ষে খেলতে গেলে পুরো ম্যাচজুড়ে ধারাবাহিকভাবে ভালো খেলতে হয়।’ তিনি আরও বলেন, ‘সবাই মানুষ, প্রতিদিন সেরা খেলাটা দিতে পারি না। তবে এমন প্রতিপক্ষের বিপক্ষে তিন বিভাগেই আরও বেশি ধারাবাহিক ও নিষ্ঠুর হতে হবে। আমাদের আরও ভালো এবং আগ্রাসী হতে হবে।’ ধারাবাহিক পরাজয়ের মাঝেও ভক্তদের প্রতি কৃতজ্ঞ হোপ। সমর্থন ধরে রাখতে তিনি আহ্বান জানান। ক্যারিবিয়ান অধিনায়ক যোগ করেন, ‘সমর্থনটা ধরে রাখুন। আমরা প্রতিটি ম্যাচেই জেতার মানসিকতা নিয়েই মাঠে নামি, ফলাফল যাই হোক। জয়ের জন্য আমাদের ইচ্ছেটা আপনাদের চেয়েও বেশি। আমরা এখনো জয়ের সঠিক ছক খুঁজে চলেছি। একবার সেটা পেয়ে গেলে আমরা বারবার জিততে চাই, যতক্ষণ সম্ভব সেই ধারায় থাকব।’