আসন্ন এশিয়া কাপের ফাইনালের আগে ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদবকে রাজনৈতিক মন্তব্য থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বৃহস্পতিবার দুবাইয়ে আইসিসির ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের সভাপতিত্বে অনুষ্ঠিত শুনানিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। আগামীকার রোববার দুবাইয়ে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল। এতে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। ৪১ বছরের ইতিহাসে এশিয়া কাপে এ প্রথমবারের মতো এমন ফাইনাল হতে যাচ্ছে। সূত্র জানিয়েছে, গ্রুপপর্বে ভারত-পাকিস্তান ম্যাচের পর সূর্যকুমারের এক মন্তব্যকে কেন্দ্র করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) অভিযোগ জানিয়েছিল। সাংবাদিক সম্মেলনে সূর্যকুমার জয়টি উৎসর্গ করেছিলেন পেহেলগামে নিহতদের ও ভারতের সশস্ত্র বাহিনীকে। এ সময় তিনি ‘অপারেশন সিঁদুর’ শব্দ ব্যবহার করেন, যা নিয়ে আপত্তি তোলে পিসিবি। তাদের দাবি, এটি রাজনৈতিক বক্তব্য হিসেবে বিবেচিত। এশিয়া কাপের এই আসর ঘিরে ভারত-পাকিস্তানকে কেন্দ্র করে একাধিক বিতর্ক সৃষ্টি হয়েছে।