দ্বিতীয় ওয়ানডে ম্যাচে আফগানিস্তানকে ১৯০ রানেই আটকে দিয়েছে বাংলাদেশ। ফলে বাংলাদেশ জয়ের জন্য পায় ১৯১ রানের টার্গেট। গতকাল দ্বিতীয় ম্যাচে টস জিতে আগে ব্যাটিং নেয় আফগানিস্তান। প্রথমে ব্যাট করতে নামলেও টাইগার বোলারদের সামনে শুরুটা ভালো করতে পারেনি দলটি। দলীয় ৭৯ রানের মধ্যে আফগানিস্তানের প্রথম চার উইকেট নিয়ে শুরুর ধাক্কাটা ভালোই দিয়েছিল বাংলাদেশ। কিন্তু ওপেনার ইব্রাহিম জাদরান একাই দলকে টেনে নিয়ে গেছেন সামনের দিকে। তবে দলীয় ১৮৮ রানে তাকে থামান অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। মিরাজের বলে আউট হওয়ার আগে জাদরান করেন ৯৫ রান। মাত্র ৫ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন এই ওপেনার। তার বিদায়ে শেষ পর্যন্ত আর ২০০ রান পার করা হয়নি দলটির। ১৯০ রানেই আটকে যায় আফগানিস্তান। ৪৪.৫ ওভারে দলটি ১৯০ রান করে। বাংলাদেশের পক্ষে মিরাজ ৩টি আর সাকিব ও রিশাদ নেন দুটি করে উউকেট। আগে ব্যাটিংয়ে নামা আফগানদের শুরুতেই আঘাত হানেন তানজিম হাসান সাকিব। আফগান ওপেনার রহমানুল্লাহ গুরবাজকে ১১ রানে জাকের আলীর ক্যাচে ফেরান এই ডানহাতি পেসার। এরপর তিনে নামা সেদিকুল্লাহ অটলকে দাঁড়াতে দেননি তানভীর ইসলাম। তাকে বিদায় করেন ৪ রানে। ফলে দলীয় ৩৮ রানে আফগানরা হারায় দ্বিতীয় উইকেট। শুরুর সেই ধাক্কা সামলাতে হাল ধরেন আফগান ওপেনার ইব্রাহীম জাদরান। ফিফটি তুলে নেন তিনি। কিন্তু তাকে সঙ্গ দিতে ব্যর্থ হন টপ ও মিডল অর্ডারের বাকিরা। ফলে দলীয় ৬৫ রানে রহমত শাহ ৯ রান করে ফেরেন রিটায়ার্ড হার্ট হয়ে। আর দলীয় ৭৮ রানে দলটি হারায় তৃতীয় উইকেট। এধানেই শেষ নয়। মাত্র এক রান যোগ করে ৭৯ রানে চতুর্থ উইকেট হারায় আফগানরা। হাশমতুল্লাহ শহীদিকে ৮ রানে বোল্ড করেন বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। এরপর আজমতউল্লাহ শূণ্য রানে শিকার হন রিশাদ হোসেনের। ফলে ৭৯ রানে চতুর্থ উইকেট হারায় আফগানরা। দলীয় ৭৯ রানে প্রথম চার উইকেট হারিয়ে আফগানদের ভালোই আটকে রেখেছিল টাইগার বোলাররা। তবে দলকে এগিয়ে নিতে শক্ত হাতে হাল ধরেন ওপেনার ইব্রাহিম জাদরান-মোহাম্মদ নবী জুটি। এই জুটি দলকে শতরান পার করে দলীয় ১১৮ রানে বিছিন্ন হন। মোহাম্মদ নবীর বিদায়ে ভাংগে এই জুটি। আউট হওয়ার আগে নবী করেন ২২ রান। বাংলাদেশের একাদশে গতকাল দুটি পরিবর্তন আনা হয়েছে। তাসকিন আহমেদ ও হাসান মাহমুদের জায়গায় এসেছেন মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন। বোলিং দুইজনেই এখন পর্যন্ত বেশ ভালো করেছেন। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে হেরে ব্যাকফুটে চলে গেছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচটি তাই সিরিজ বাঁচানোর লড়াইয়ে পরিণত হয়। যেখানে টস হেরে আগে ফিল্ডিংয়ে নামে টাইগাররা। টস শেষে বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজও বলেছেন, টস জিতলে তারাও ব্যাটিং বেছে নিতেন।

বাংলাদেশ একাদশ: সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী (উইকেটকিপার), নুরুল হাসান, তানজিম হাসান সাকিব, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ অটল, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, রশিদ খান, নাঙ্গেয়ালিয়া খারোটে, আল্লাহ মোহাম্মদ গজানফর, বশির আহমদ।