দিল্লি টেস্টের প্রথম দিনেই ২ উইকেটে ৩১৮ রান করে বড় সংগ্রহের ইঙ্গিত দিচ্ছিল ভারত। দ্বিতীয় দিনে আরও দুইশ রান যোগ করে ৫ উইকেটে ৫১৮ রানে ইনিংস ঘোষণা করেছে শুভমান গিলের দল। জবাব দিতে নেমে বেশ চাপে আছে ওয়েস্ট ইন্ডিজ। ব্যক্তিগত ১৭৩ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করেন ভারতের জশ্বসী জওসওয়াল। আর মাত্র ২ রান যোগ করেই রানআউটের কারণে ডাবল সেঞ্চুরি মিস করেছেন তিনি। এরপর হার না মানা সেঞ্চুরি করেছেন অধিনায়ক গিল। ১২৯ রানে অপরাজিত থাকেন তিনি। নিতিশ কুমার রেড্ডি ৪৩ আর ধ্রুব জুরেল খেলেন ৪৪ রানের ইনিংস। জবাবে শুরুতেই জন ক্যাম্পবেলকে (১০) হারালেও ত্যাগনারায়ণ চন্দরপল আর অলিক আথানেজে প্রতিরোধ গড়ে তুলেছিলেন।
ক্রিকেট
ভারতের রানপাহাড়ের জবাবে চাপে ওয়েস্ট ইন্ডিজ
দিল্লি টেস্টের প্রথম দিনেই ২ উইকেটে ৩১৮ রান করে বড় সংগ্রহের ইঙ্গিত দিচ্ছিল ভারত। দ্বিতীয় দিনে আরও দুইশ রান যোগ করে ৫ উইকেটে ৫১৮ রানে ইনিংস ঘোষণা করেছে শুভমান গিলের দল। জবাব দিতে নেমে বেশ চাপে