ইংল্যান্ডের মিডলসেক্স কাউন্টি ক্রিকেট লিগের এক ম্যাচে ৪২৬ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে রিচমন্ড সিসি গুটিয়ে গেছে মাত্র দুই রানে। ক্রিকেট ইতিহাসে এটিই এখন সর্বনিম্ন দলীয় সংগ্রহ। রিচমন্ডের এই ব্যাটিং বিপর্যয়ে ভেঙে গেছে প্রায় ২১৫ বছরের পুরোনো এক রেকর্ড। প্রথম শ্রেণির ক্রিকেটে এতদিন দলীয় সর্বনিম্ন স্কোর ছিল ৬ রান, যা হয়েছিল ১৮১০ সালে। গত ২৪ মে মিডলসেক্স কাউন্টি ক্রিকেট লিগের তৃতীয় স্তরের ডিভিশন ওয়ানের একটি ম্যাচে মুখোমুখি হয়েছিল নর্থ লন্ডন সিসি এবং রিচমন্ড সিসি, মিডলসেক্স। টস জিতে আগে ব্যাট করে নর্থ লন্ডন নির্ধারিত ৪৫ ওভারে ৬ উইকেট হারিয়ে তোলে ৪২৬ রানের পাহাড়সম রান। ৪২৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রিচমন্ডের ব্যাটসম্যানরা যেন হাওয়ায় ভেসে গেলেন! ৫.৪ ওভারেই অলআউট মাত্র ২ রানে। দলের ৯ ব্যাটারই রানের খাতা খুলতে পারেননি। দুই ব্যাটার এক রান করে করলেও তাতে লজ্জার পরাজয় এড়ানো যায়নি।