আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে নিশ্চিত জয়ের পথে বাংলাদেশ। শেষদিনে আজ জয়ের জন্য আয়ারল্যান্ডের প্রয়োজন আরও ৩৩৩ রান। হাতে আছে ৪ উইকেট। বাংলাদেশ জয় থেকে মাত্র ৪ উইকেট দুরে। ঢাকা টেস্টে বাংলাদেশের ৪৭৬ রানের জবাবে নিজেদের প্রথম ইনিংসে ২৬৫ রানেই গুটিয়ে যায় আয়ারল্যান্ড। ২১১ রানে এগিয়ে থাকায় ফলোঅনের সুযোগ থাকলেও সে পথে না হেটে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে ২৯৭ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। এরপর ৫০৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে চতুর্থ দিন শেষে ৫৪ ওভারে ৬ উইকেট হারিয়ে আয়ারল্যান্ডের সংগ্রহ ১৭৬ রান। সিলেট প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে জেতায় দুই ম্যাচের সিরিজে বাংলাদেশ আগেই ১-০ ব্যবধানে এগিয়ে আছে। আজ এই ম্যাচ জিতলে হোয়াইটওয়াশের স্বাদ পাবে টাইগাররা। টেস্ট সিরিজ শেষে চট্টগ্রামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। গতকাল মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ২৬ রানের মধ্যেই দুই ওপেনার অ্যান্ডি বালবির্নি (১৩) ও পল স্টার্লিংয়ের (৯) উইকেট হারায় আয়ারল্যান্ড। দুর্দান্ত বোলিংয়ে টানা দুই ওভারে এই দুই ব্যাটারকে সাজঘরে ফেরান তাইজুল ইসলাম। এরপর ৫১ রানের জুটি গড়েন কেড কারমাইকেল ও হ্যারি টেক্টর। কারমাইকেলকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে ব্রেক থ্রু এনে দেন হাসান মুরাদ। বিদায়ের আগে ২৫ বলে ১ বাউন্ডারিতে ১৯ রান করেন এই ব্যাটার। এরপর কুর্টিস ক্যাম্ফারকে সঙ্গে নিয়েই চা বিরতিতে যান টেক্টর। বিরতির পর টেস্ট ক্যারিয়ারের পঞ্চম ফিফটিও তুলে নেন তিনি। কিন্তু হাফ সেঞ্চুরি করার দুই বল পর হাসানের বলে মুশফিকের হাতে ক্যাচ দিয়ে আউট হলে ভাঙে ৪১ রানের জুটি। তারপর কুর্টিস ক্যাম্ফার শক্ত হাতে ক্রিজে পড়ে থাকলেও আরো দুই উইকেট হারায় আয়ারল্যান্ড। দুইবার জীবন পাওয়া স্টিফেন ডোহেনি (১৫) বড় ইনিংস খেলতে পারেননি। লরকান টাকার (৭) আগের ইনিংসে ৭৫ রান করলেও এবার দুই অঙ্ক ছুঁতে পারেননি। এরপর অ্যান্ডি ম্যাকব্রাইন ও ক্যাম্ফার আর কোনো বিপদ হতে দেননি। ক্যাম্ফার ৩৪ ও ম্যাকব্রাইন ১১ রানে শেষ দিনে ব্যাটিংয়ে নামবেন। তাইজুল এদিন সাকিব আল হাসানকে টপকে বাংলাদেশের শীর্ষ টেস্ট বোলার হয়েছেন। এখন পর্যন্ত তিন উইকেট তার। ৫৭ টেস্টে তার উইকেট সংখ্যা এখন ২৪৯টি। দুটি উইকেট পেয়েছেন হাসান মুরাদ। আর খালেদ আহমেদের শিকার একটি। এর আগে ১ উইকেটে ১৫৬ রানে চতুর্থ দিনের সকাল শুরু করেছিল বাংলাদেশ। ৬৯ রানে অপরাজিত সাদমান ইসলাম আর ৯ রান করতে পেরেছেন। ১১৯ বলে ৭৮ রানের ইনিংসে ছিল ৭ চার। নাজমুল হোসেন শান্ত এবার এক রানে আউট। এরপর চতুর্থ উইকেটে ১২৩ রান যোগ করেন মুমিনুল হক ও মুশফিকুর রহিম। মুমিনুল ১১৮ বলে ১০ চারে ৮৭ রান করে বিদায় নেন তিনি। মুশফিক ৫৩ রানে অপরাজিত ছিলেন।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ ১ম ইনিংস: ৪৭৬
আয়ারল্যান্ড ১ম ইনিংস: ২৬৫
বাংলাদেশ ২য় ইনিংস: ৬৯ ওভারে ২৯৭/৪ (ডি.) (আগের দিন ১৫৬/১) (জয় ৬০, সাদমান ৭৮, মুমিনুল ৮৭, শান্ত ১, মুশফিক ৫৩*; নিল ৯-১-৪৮-১, হামফ্রিজ ১৫-০-৫৪-০, ম্যাকব্রাইন ২৬-২-৮২-১, হোয়ে ১৭-০-৮৪-২, টেক্টর ২-০-১২-০)।
আয়ারল্যান্ড ২য় ইনিংস: (লক্ষ্য ৫০৯) ৫৪ ওভারে ১৭৬/৬ (বালবার্নি ১৩, স্টার্লিং ৯, কারমাইকেল ১৯, টেক্টর ৫০, ক্যাম্ফার ৩৪*, টাকার ৭, ডোহেনি ১৬, ম্যাকব্রাইন ১১*; ইবাদত ৭-১-২৪-০, তাইজুল ২০-২-৫৫-৩, খালেদ ৭-০-২৪-১, মিরাজ ৮-৩-২১-০, মুরাদ ১২-৪-৩৫-২)।