চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি ম্যাচে আশানুরূপ পারফরম্যান্স করতে পারেনি ব্যাটাররা। প্রথমে ব্যাটিং করে পাকিস্তান শাহিনসের বিপক্ষে ২০২ রান করতে পেরেছে নাজমুল হোসেন শান্তর দল। দুইদিন পরই মূল মঞ্চে আসল লড়াই। তার আগে দলের এমন ব্যাটিং চিন্তার খোরাক যোগাচ্ছে। সোমবার দুবাইয়ের আইসিসি ক্রিকেট একাডেমিতে একমাত্র প্রস্তুতি ম্যাচে পাকিস্তান শাহিনসের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ দল। টস জিতে ব্যাটিংয়ে নেমে ইনিংসের শুরুতে ভালো সূচনাও পায় তারা। ওপেনার সৌম্য সরকার ব্যাট করেন চেনা ছন্দে। তবে হতাশ করেছেন আরেক ওপেনার তানজিদ হাসান তামিম ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দশ ওভার শেষে বাংলাদেশের স্কোর ২ উইকেটে দাঁড়ায় ৬০। তানজিদ হাসান ৬ এবং শান্ত ১২ রানে আউট হয়েছেন। দুর্ভাগ্য দারুণ ব্যাটিং করতে থাকা সৌম্য রান আউটে কাটা পড়েন। ৩৮ বলে ৪ চারে সৌম্য খেলেন ৩৫ রানের ইনিংস। এরপর মেহেদী হাসান মিরাজ ও তাওহীদ হৃদয় মিলে ৫৬ রানের জুটি গড়েন। তাওহীদ ২০ রানে ফিরতেই ভাঙ্গে জুটি। তার পরেই বিপর্যয়ে পড়ে যায় বাংলাদেশ। শেষ ৮৩ রানে শান্তরা হারায় ৬টি উইকেট। সর্বোচ্চ ৪৪ রানের ইনিংস খেলেন মেহেদী হাসান মিরাজ। শেষ দিকে তানজিম হাসান সাকিব ২৭ বলে ৩০ রানের ইনিংস খেললে বাংলাদেশের ইনিংস দাঁড়ায় ২০২ রানে। পাকিস্তান শাহিনসের বোলারদের মধ্যে ওসামা মীর সর্বোচ্চ চারটি উইকেট নিয়েছেন। দুটি উইকেট নেন মোব্বাসির খান।
সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ: ২০২/১০ (মেহেদী হাসান মিরাজ ৪৪, সৌম্য সরকার ৩৫, তানজিম হাসান সাকিব ৩০, তাওহীদ হৃদয় ২০, নাসুম আহমেদ ১৫, রিশাদ হোসেন ১৪, নাজমুল হোসেন শান্ত ১২, মুশফিকুর রহিম ৭, তানজিদ হাসান তামিম ৬, জাকের আলী অনিক ৪, তাসকিন আহমেদ ৪; ওসামা মীর ৪/৪৩, মোব্বাসির খান ২/৪২।