রাইজিং স্টারস এশিয়া কাপে সেমিফাইনালে উঠেছে পাকিস্তান। রোববার ভারত ‘এ’ দলকে ৪০ বল হাতে রেখে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান ‘এ’ দল। ওয়েস্ট ইন্ড পার্ক স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ে নামা ভারতের উঠতি ক্রিকেটারদের দলটি ১৯ ওভারে মাত্র ১৩৬ রানে অলআউট হয়। দলের হয়ে বিস্ময়-বালক বৈভব সূর্যবংশী ২৮ বলে ৫ চারে ৪৫ এবং নমন ধীর ২০ বলে ৩৫ রান করেন। পাকিস্তানি পেসারদের মধ্যে শহীদ আজিজ ৩টি এবং সাদ মাসুদ ও মাজ সাদাকত ২টি করে উইকেট নেন। জবাবে পাকিস্তান ‘এ’ দল ১৩.২ ওভারেই মাত্র ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। দলের হয়ে ওপেনার মাজ সাদাকত ৪ ছক্কা ও ৭ চারে ৪৭ বলে ৭৯ রানের অপরাজিত এক বিধ্বংসী ইনিংস খেলে সহজ জয় এনে দেন। মোহাম্মদ ফাইক ১৬ রানে অপরাজিত থাকেন। এদিকে, এই ম্যাচের আগে একটি ভিন্ন চিত্র দেখা যায়। টসের সময় পাকিস্তানের অধিনায়ক ইরফান নিয়াজি এবং ভারতের অধিনায়ক জিতেশ শর্মা পরস্পরের সঙ্গে হাত মেলাননি। গত সেপ্টেম্বরে সিনিয়র দলের এশিয়া কাপেও ভারত ও পাকিস্তানের অধিনায়কদের মধ্যে এই ধারা বজায় ছিল, যা ছোটদের এই এশিয়া কাপের দ্বৈরথেও দেখা গেল। কিছুদিন আগে আবুধাবিতে অনুষ্ঠিত এশিয়া কাপে ভারতের সিনিয়র দলের কাছে তিনবার পরাজিত হয়েছিল পাকিস্তান। তবে এবার কাতারের দোহায় অনুষ্ঠিত রাইজিং স্টারস এশিয়া কাপে ভারতের কাছে সেই হারের শোধ তুলল পাকিস্তান ‘এ’।
ক্রিকেট
সেমিফাইনালে পাকিস্তান ‘এ’ দল
রাইজিং স্টারস এশিয়া কাপে সেমিফাইনালে উঠেছে পাকিস্তান। রোববার ভারত ‘এ’ দলকে ৪০ বল হাতে রেখে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান ‘এ’ দল। ওয়েস্ট ইন্ড পার্ক স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ে নামা ভারতের উঠতি ক্রিকেটারদের দলটি ১৯ ওভারে মাত্র ১৩৬ রানে অলআউট হয়।