ম্যাচ জিতলেই সরাসরি প্রথম কোয়ালিফায়ারে, এই সমীকরণ নিয়েই গতকাল মুখোমুখি হয়েছিল পাঞ্জাব কিংস ও মুম্বাই ইন্ডিয়ানস। সহজ জয়ে সেই সমীকরণ মিলিয়েছে পাঞ্জাব কিংস। পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাইকে ৭ উইকেটে হারিয়েছে এখনো আইপিএল জিততে না পারা পাঞ্জাব। এই জয়ে শীর্ষ দুইয়ে থাকা নিশ্চিত করে কোয়ালিফায়ার খেলা নিশ্চিত করেছে পাঞ্জাব। মুম্বাই ইন্ডিয়ানস করেছিল ৭ উইকেটে ১৮৪ রান। প্রিয়াংশ আর্য ও জশ ইংলিসের ফিফটিতে রানটা ১৮.৩ ওভারে পেরিয়ে যায় পাঞ্জাব। ওপেনার আর্য ৩৫ বলে ৬২ রান করে আউট হয়ে যান দলকে হয় থেকে ৪২ রান দূরে রেখে। ১০৯ রানের দ্বিতীয় উইকেট জুটিতে তাঁর সঙ্গী জশ ইংলিস ৪২ বলে ৭৩ রান করেন। ৩টি ছক্কা মেরেছেন ইংলিস, আর্যর ইনিংসে ছক্কা ২টি। ২টি ছক্কা মেরেছেন পাঞ্জাব অধিনায়ক শ্রেয়ার আইয়ারও। ১৬ বলে ২৬ রান করে অপরাজিত ছিলেন আইয়ার। এর আগে মুম্বাইয়ের ইনিংসে ৩৯ বলে সর্বোচ্চ ৫৭ রান করেন সূর্যকুমার যাদব। ১৪ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে পাঞ্জাব লিগ পর্ব শেষ করল সবার ওপরে থেকেই। তবে কাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু লক্ষেèৗ সুপার জায়ান্টসকে বড় ব্যবধানে হারালে দুইয়ে নেমে যাবে পাঞ্জাব। অবস্থান যাই হোক না কেন, বেঙ্গালুরু কাল জিতলে প্রথম কোয়ালিফায়ার হবে পাঞ্জাব আর বেঙ্গালুরুর মধ্যে। আর বেঙ্গালুরু কাল হেরে গেলে বৃহস্পতিবারের প্রথম কোয়ালিফায়ারে পাঞ্জাব পাবে গুজরাট টাইটানসকে। ১৬ পয়েন্ট নিয়ে চতুর্থ হয়ে প্রথম পর্ব শেষ করা মুম্বাই শুক্রবার এলিমিনেটরে খেলবে গুজরাট অথবা বেঙ্গালুরুর বিপক্ষে।
ক্রিকেট
মুম্বাই ইন্ডিয়ানসকে হারিয়ে কোয়ালিফায়ারে পাঞ্জাব
ম্যাচ জিতলেই সরাসরি প্রথম কোয়ালিফায়ারে, এই সমীকরণ নিয়েই গতকাল মুখোমুখি হয়েছিল পাঞ্জাব কিংস ও মুম্বাই ইন্ডিয়ানস। সহজ জয়ে সেই সমীকরণ মিলিয়েছে পাঞ্জাব কিংস। পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাইকে ৭ উইকেটে হারিয়েছে