আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রামের অংশ হিসেবে আগামী বছরের মার্চ-এপ্রিলে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা পাকিস্তানের। এই সফরে দুটি টেস্ট ম্যাচ এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা তাদের। তবে পিএসএলের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় এই সফর হবে দুই ভাগে।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি পিএসএলের সূচি ঘোষণা করেছেন। ২৬ মার্চ এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট শুরু হয়ে ৩ মে শেষ হবে। পাকিস্তানের বিপক্ষে যে কারণে বাংলাদেশের হোম সিরিজ অন্য কোনো সময় হতে পারে। তবে ম্যাচের সংখ্যা কমবে না। বাংলাদেশও পাকিস্তানের এমন প্রস্তাবকে ইতিবাচক হিসেবেই দেখছে। যার কারণে পিএসএলের আগে এবং পরে দুই ভাগে ভাগ করে হবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ।

গতকাল এক সংবাদ সম্মেলনে এমনটা নিশ্চিত করেছেন বিসিবির পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। তিনি বলেন, 'পিএসএল এর কারণে পাকিস্তান সিরিজের সময় পরিবর্তন করতে হচ্ছে। টুর্নামেন্টের আগে পরে দুই ভাগে সিরিজ খেলবে বাংলাদেশ-পাকিস্তান।'

তবে ওয়ানডে নাকি টি-টোয়েন্টি সিরিজ আগে হবে সেটা নির্ভর করবে দুই দলের পরিকল্পনার ওপর। যদিও এই ব্যাপারে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি দুই বোর্ডই।