শ্রীলঙ্কা সফরের প্রস্তুতি ম্যাচে বড় জয় পেয়েছে বাংলদেশ অনূর্ধ্ব ১৯ দল। আজ শনিবার শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ৬ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে তামিম, র্জার্ওয়াদরা।

এর আগে বৃহস্পতিবার দুই দল একটি প্রস্তুতি ম্যাচ খেলে। ম্যাচটিতে ১০৩ রানের বিশাল ব্যবধানে শ্রীলঙ্কাকে হার্রায় বাংলাদেশের যুবারা।এদিন প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ ২৮৯ রানের বড় সংগ্রহ করে। বাংলাদেশের দুই অভিজ্ঞ ব্যাটার কালাম সিদ্দিকী এবং দেবাশীষ সরকার অর্ধশতকের দেখা পান।

কালাম ৫৮ এবং দেবাশীষ খেলেন ৫৫ রানের ইনিংস। এছাড়া রিজান হোসেন ৪৫ ও জাওয়াদ আবরার করেন ৪২। বাংলাদেশের মোট সংগ্রহ দাঁড়ায় ২৮৯।২৯০ রানের টার্গেটে খেলতে নেমে লঙ্কান যুবাদের ইনিংস শেষ হয় ১৮৬ রানেই। বাংলাদেশের বোলারদের মধ্যে এদিন সামিউন বাসির রাতুল ছিলেন দলের সেরা বোলার। ৪৬ রানে ৪ উইকেট নেন এ বাঁহাতি বোলার। এছাড়া রাফিউজ্জামান রাফি তিনটি ও ইকবাল হোসেন ইমন দুই উইকেট শিকার করেন।