পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দ্বিতীয় কোয়ালিফায়ারে লাহোর কালান্দার্সের হয়ে আলো ছড়িয়েছেন রিশাদ হোসেন। সালমান মির্জার বলে টপ অর্ডার ভেঙে পড়ার পর বাংলাদেশী লেগ স্পিনার ঝলক দেখান। ৩ উইকেট শিকার করে লাহোর কালান্দার্সকে ফাইনালে তোলায় বড় অবদান রিশাদের। ম্যাচ জয়ের পর ভালো পারফরমারদের পুরস্কৃত করে থাকে লাহোর কর্তৃপক্ষ। গতকালের ম্যাচে ৩ উইকেট নেওয়ায় তিন সতীর্থের সঙ্গে রিশাদ পেয়েছেন আইফোন। বাকি তিন আইফোন বিজয়ী হচ্ছেন- সালমান মির্জা, কুশল পেরেরা ও মোহাম্মদ নাঈম। এই জয়ে ইসলামাবাদ ইউনাইটেডকে ৯৫ রানের বড় ব্যবধানে হারিয়ে শিরোপার পথে আরেক ধাপ এগিয়ে গেলো শাহিন আফ্রিদির দল। লাহোরের দেয়া ২০২ রানের বিশাল লক্ষ্যে খেলতে নেমে ১০৭ রানে গুটিয়ে যায় ইসলামাবাদ। এ ম্যাচে বল হাতে ঝলক দেখান শাহিন শাহ আফ্রিদি, সালমান মীরজা এবং বাংলাদেশী তরুণ লেগস্পিনার রিশাদ হোসেনÑ তিনজনই ৩টি করে উইকেট নিয়ে লাহোরকে ফাইনালের টিকিট এনে দেন। তবে সবার নজর কাড়েন বাংলাদেশী স্পিনার রিশাদ হোসেন। শুরুটা ভালো না হলেও পরে নিজেকে প্রমাণ করেন দারুণভাবে। প্রথম ওভারে ১৪ রান দিলেও পরের দুই ওভারে বদলে যান রিশাদ। দ্বিতীয় ওভারে ফিরিয়ে দেন ভয়ংকর হয়ে ওঠা সালমান আগাকে। এরপর তৃতীয় ওভারে ছক্কা হজম করেও শাদাব খান ও জিমি নিশামকে সাজঘরের পথ দেখান। ৩ ওভারে ৩৪ রান দিয়ে তুলে নেন মূল্যবান ৩ উইকেট। রিশাদের এই দুর্দান্ত পারফরম্যান্সে মাঠে যেমন তার দল জয়লাভ করেছে ঠিক একইভাবে মাঠের বাহিরেও পুরস্কার পেয়েছে রিশাদ নিজেই । ম্যাচ শেষে ড্রেসিংরুমে টিম ডিরেক্টর সামিন রানা রিশাদের হাতে তুলে দেন একটি আইফোন। তিনি বলেন, ‘জামানকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্তটা সহজ ছিল না। আমরা রিশাদকে সুযোগ দিয়েছি এবং সে আমাদের গর্বিত করেছে। স্পিনের বিপক্ষে ভালো খেলা তিন ব্যাটারকে যেভাবে তুমি (রিশাদ) আউট করেছ, সেটা অসাধারণ।’ সেসময় ড্রেসিংরুমে সতীর্থরা করতালি দিয়ে শুভেচ্ছা জানান রিশাদকে এবং কেউ কেউ বাংলায় বলে ওঠেন, ‘ভালোবাসি, ভালোবাসি।’ এই উচ্ছ্বাসে শামিল হয়ে সামিন রানা নিজেও বলেন, ‘আমি তোমাকে ভালোবাসি।’ তবে শুধু রিশাদই নন, ম্যাচে দুর্দান্ত ব্যাটিংয়ের জন্য কুশল পেরেরা (৩৫ বলে ৬১), মোহাম্মদ নাঈম (২৫ বলে ৫০) এবং দারুণ বোলিংয়ের জন্য সালমান মীরজাও (১৬ রানে ৩ উইকেট) পান একটি করে আইফোন।
ক্রিকেট
দলকে ফাইনালে তুলে আইফোনও জিতলেন রিশাদ
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দ্বিতীয় কোয়ালিফায়ারে লাহোর কালান্দার্সের হয়ে আলো ছড়িয়েছেন রিশাদ হোসেন।
Printed Edition