নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডে সিরিজ এক ম্যাচ হাতে রেখেই নিশ্চিত করেছিল বাংলাদেশ ‘এ’ দল। তবে সিলেটের মাঠে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে কিউইদের হোয়াইটওয়াশ করার লক্ষ্য পূরণ করতে ব্যর্থ হয়েছে স্বাগতিকরা। শেষ ম্যাচটি ব্যাটিং ব্যর্থতায় নিউজিল্যান্ড 'এ' দলের কাছে ৪ উইকেটে হেরে গেছে বাংলাদেশ। সিলেটে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ ‘এ’ দল।

ইনিংসের প্রথম ওভারেই মাত্র ৪ রান করে সাজঘরে ফেরেন ওপেনার নাইম শেখ। তার কিছুক্ষণ পরই ২ রান করে এনামুল হক বিজয়ও আউট হন। এরপর সাইফ হাসান ৩১ রান করে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও পারেননি বড় ইনিংস খেলতে। দলের আরেক ওপেনার ইয়াসির আলি চৌধুরী অবশ্য এক প্রান্ত আগলে রেখে খেলেছেন দায়িত্বশীল ৬৩ রানের এক দারুণ ইনিংস। লোয়ার অর্ডারে দলের স্কোর সম্মানজনক জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেন অলরাউন্ডার নাসুম আহমেদ। তিনি ৭৮ বল খেলে লড়াকু ৬৭ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন এবং ৪২তম ওভারে নিজের ফিফটি পূর্ণ করেন। কিন্তু তার বিদায়ের পর আর কেউ উইকেটে দাঁড়াতে না পারায় ৪৮.১ ওভারে ২২৬ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।

আদি আশোক নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন। জয়ের জন্য ২২৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ‘এ’ দল উদ্বোধনী জুটি ৭৭ রান তোলে। এরপর মাঝের দিকে দ্রুত কিছু উইকেট হারালে একপর্যায়ে কিউইদের ৬ উইকেট হারিয়ে যায় ১৬৬ রানের মধ্যেই। তবে ডিন ফক্সক্রফট এবং জ্যাক ফোকস শেষদিকে দায়িত্ব নিয়ে ব্যাট করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।