ক্রিকেট
প্রিমিয়ার ক্রিকেট লিগে গুরুত্বপূর্ণ ৫ম রাউন্ড আজ
প্রিমিয়ার ক্রিকেট লিগের গুরুত্বপূর্ণ ৫ম রাউন্ড আজ শুরু। এবারের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে শুরু থেকেই তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলছে। কাগজে কলমে শক্তির তারতাম্য থাকলেও মাঠে লড়াই হচ্ছে সেয়ানে সেয়ানে। কেউ কাউকে ছাড় দিচ্ছে না।
Printed Edition

প্রিমিয়ার ক্রিকেট লিগের গুরুত্বপূর্ণ ৫ম রাউন্ড আজ শুরু। এবারের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে শুরু থেকেই তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলছে। কাগজে কলমে শক্তির তারতাম্য থাকলেও মাঠে লড়াই হচ্ছে সেয়ানে সেয়ানে। কেউ কাউকে ছাড় দিচ্ছে না। তুলনামূলক কম শক্তির দলের কাছে মোহামেডান, আবাহনী, প্রাইম ব্যাংকের মতো কাগজে কলমের বড় দলের হারের ঘটনা ঘটেছে শুরুতেই। ৪ রাউন্ড শেষে পয়েন্ট সংগ্রহে ৫ দল আছে যৌথভাবে শীর্ষে। সমান ৬ পয়েন্ট নিয়ে (ম্যাচ জয়ের সুবাদে) লিজেন্ডস অব রূপগঞ্জ (রানরেট ৩.৩২৯), আবাহনী (১.৮১৪), গাজী গ্রুপ (১.০২৭), মোহামেডান (০.৫২৪) ও অগ্রণী ব্যাংক (০.৩৫৭) আছে যৌথভাবে পয়েন্ট টেবিলে শীর্ষে। বর্তমানে রানরেটে এক নম্বরে লিজেন্ডস অব রূপগঞ্জ। আবাহনী দ্বিতীয়, তিনে গাজী গ্রুপ, মোহামেডান চার আর অগ্রণী ব্যাংক পঞ্চম স্থানে অবস্থান করছে। চতুর্থ রাউন্ডে লিজেন্ডস অব রূপগঞ্জের কাছে হেরে শীর্ষ ৬ থেকে বাদ পড়েছে তারকায় ঠাসা প্রাইম ব্যাংক। একইভাবে একমাত্র দল হিসেবে প্রথম দুই ম্যাচ জেতা ধানমন্ডি ক্লাবও পরের দুই ম্যাচে হেরে পিছিয়ে গেছে। এদিকে কাগজে কলমের প্রতিষ্ঠিত দলগুলো নীচের দিকের কম শক্তির দলগুলোর সঙ্গে বেশির ভাগ ম্যাচ খেলে ফেলেছে। এখন সামনের দিনগুলোয় বড় দলের লড়াই। আজ শনিবার এমন এক বড় ম্যাচ শেরে বাংলায়। মুখোমুখি হবে কাগজে কলমের দুই সেরা দল মোহামেডান ও লিজেন্ডস অব রূপগঞ্জ। একইদিনে আরও দুটি ম্যাচ আছে। বিকেএসপি ৩ নম্বর মাঠে খেলবে চ্যাম্পিয়ন আবাহনী ও গোপীবাগের ব্রাদার্স ইউনিয়ন। বিকেএসপি ৪ নম্বর মাঠে প্রাইম ব্যাংক মোকাবিলা হবে গাজী গ্রুপের। এর মানে, এখন যে ৫ দল ৬ পয়েন্ট নিয়ে যৌথভাবে পয়েন্ট টেবিলে ওপরে অবস্থান করছে, এর মধ্যে অন্তত দুই দলের অবস্থার বদল ঘটবে আজ। আগেই বলা হয়েছে, ৪ ম্যাচে ৩ জয়ে তামিম ইকবালের দল মোহামেডানের পয়েন্ট ৬। একইভাবে আকবর আলীর লিজেন্ডস অব রূপগঞ্জের পয়েন্টও সমান ৬। প্রাকৃতিক কারণে ম্যাচ পরিত্যক্ত কিংবা অতি নাটকীয়ভাবে খেলা টাই না হলে শনিবার মোহামেডান ও লিজেন্ডস অব রূপগঞ্জের এক পক্ষকে হারতেই হবে। এর অর্থ হলো- হেরে যাওয়া দলকে অবশ্যই শীর্ষ স্থান ছেড়ে দিতে হবে, জয়ী দলের অবস্থান হবে আরও সুদৃঢ়। দেখা যাক কে জয়ী হয়? অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে গড়া মোহামেডান নাকি এক ঝাঁক মেধাবী তরুণে গড়া লিজেন্ডস অব রূপগঞ্জ?
একই সঙ্গে দেখার বিষয় হলো- মোহামেডান, রূপগঞ্জ, গাজী গ্রুপের কারা কক্ষপথে থাকে, আর অবনমনে চলে যায় কারা?