যুক্তরাজ্যে চলমান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস (ডব্লুসিএল)-এ ‘পাকিস্তান চ্যাম্পিয়নস’ দলের হয়ে খেলছেন সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদি, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিকরা। ভবিষ্যতে এ ধরনের ব্যক্তিমালিকানাধীন লিগে পাকিস্তানের নাম ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।সম্প্রতি ডব্লুসিএলে ‘ভারত চ্যাম্পিয়নস’ কর্তৃক দুই দফায় বিব্রতকর পরিস্থিতিতে পড়ার পর পিসিবি এমন সিদ্ধান্ত নিয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম টেলিকম এশিয়া স্পোর্টস পিসিবির এক সূত্রের বরাতে জানিয়েছে, গত বৃহস্পতিবার বোর্ড অব ডিরেক্টরসের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে ভারত পাকিস্তানের প্রতিনিধিত্ব করা দলটির বিপক্ষে দুইবার খেলতে অস্বীকৃতি জানানোয় বৈঠকে পিসিবির শীর্ষ কর্মকর্তারা ক্ষোভ প্রকাশ করেন।সেই টুর্নামেন্টের প্রথম পর্বে ও সেমিফাইনালে ভারতের বিপক্ষে খেলার কথা ছিল পাকিস্তানের। সেমিফাইনালে পাকিস্তান ম্যাচ ভারত বয়কট করলে ফাইনালে পৌঁছে যায় পাকিস্তান। ফাইনালে দলটি খেলবে দক্ষিণ আফ্রিকা লিজেন্ডসের বিপক্ষে। শীর্ষ কর্মকর্তারা অসন্তুষ্ট হলেও এই ম্যাচটি খেলতে অনুমতি দেয়া হয়েছে।
ক্রিকেট
‘পাকিস্তান’ নাম ব্যবহারে পিসিবির নিষেধাজ্ঞা
যুক্তরাজ্যে চলমান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস (ডব্লুসিএল)-এ ‘পাকিস্তান চ্যাম্পিয়নস’ দলের হয়ে খেলছেন সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদি, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিকরা। ভবিষ্যতে এ ধরনের ব্যক্তিমালিকানাধীন